গড় স্কোর ৯.১০
আমাদের স্কোরিং সিস্টেম দ্বারা টেস্ট করা হয়েছে
০৯
পারফরমেন্স
০৯
ডিজাইন
০৯
ডিসপ্লে
১০
স্টোরেজ
১০
ক্যামেরা
১০
সিকিউরিটি
০৯
ব্যাটারি
০৭
বাজেট ফ্রেন্ডলি
কিছু সাধারণ প্রশ্ন
বাংলাদেশে Samsung Galaxy S23 Ultra এর দাম কত?
Variant 8 / 256 GB – 87,000 TK
Variant 12 / 256 GB – 96,000 TK
Variant 12 / 512 GB – 1,02,000 TK
Variant 12 GB / 1 TB – 1,55,000 TK
Storage
256 GB/ 512 GB/ 1 TB
RAM
8/ 12 GB
Main Camera
200+10+10+12 MP
Front Camera
12 MP
Display
6.8” 1440×3088 p
Battery
Li-Po 5000 mAh
Samsung Galaxy S23 Ultra 5G স্মার্টফোন হলো Samsung সিরিজের একটি ফ্ল্যাগশিপ ডিভাইস। যা ১৭ ফেব্রুয়ারী, ২০২৩ সালে আত্নপ্রকাশ করে এবং তা বাজারে পাওয়া যায় ১৭ ফেব্রুয়ারী, ২০২৩ সাল থেকে। একটি অনন্য অসাধারণ স্মার্টফোন; যাতে ব্যবহার করা হয়েছে উন্নত প্রযুক্তি।
Samsung Galaxy S23 Ultra স্মার্টফোন এর পূর্বসূরী Samsung Galaxy S22 Ultra এর চেয়ে অনেকটাই এগিয়ে এবং নতুন প্রযুক্তি সমন্বিত। আকর্ষণীয় ডিজাইন, উন্নত প্রযুক্তি সমন্বিত পারফরম্যান্স এবং ভিডিও প্লেব্যাক, গেমিং এর জন্য বর্তমানে সামস্যাং সিরিজের এই স্মার্টফোন প্রেমীদের কাছে আকর্ষনের কেন্দ্রবিন্দু।
সামস্যাং বরাবরই তার সিরিজের ফোন গুলোকে বড় এবং ডিজাইনে আকর্ষণীয় রাখে। তবে এই মডেলের ডিসপ্লে আরো বেশি আকর্ষণীয় হয়েছে। Samsung Galaxy S23 Ultra 5G স্মার্টফোনের ডিসপ্লে ৬.৮’’ বিশিষ্ট ডায়নামিক AMOLED 2X এবং 1440p/QHD+ রেজোলিউশন ও 1750 নিটস ব্রাইটনেস সাপোর্ট। দ্বিগুন পিক্সেলের ঘনত্বের জন্য আরো মসৃণবভাবে স্ক্রোলিং এবং পরিষ্কার ভাবে দৃশ্যাবলী ভিজ্যুয়াইজেশন করা যায়।
পছন্দের শীর্ষে থাকার আরেক টি বিষয় হলে Samsung Galaxy S23 Ultra স্মার্ট ফোনে অত্যাধুনিক, উচ্চ ক্ষমতা সম্পন্ন Qualcomm এর Snapdragon 8 Gen 2 এর চিপসেট। এটি ভারী গেম এবং গ্রাফিক্স-ইনটেনসিভ অ্যাপ্লিকেশনগুলোকে সাবলীলভাবে পরিচালনা করতে পারে।
বলা যায় গেমিং এর জন্য সবচেয়ে বেশী উপযোগী সামস্যাং সিরিজের এই ফোন টি। কারণ এতে রয়েছে Qualcomm Adreno 740 GPU, যা উচ্চ গ্রাফিক্স আউটপুট প্রদান করে। গেমারদের কাছে তাই এই ফোনটি দুর্দান্ত হতে পারে।
তার পূর্বের মডেলের ন্যায় এটাতেও রয়েছে একটি S pen, যা বেশ উপকারী। তাছাড়া রয়েছে AI ফিচার, যা ছবি, ভিডিও ও অডিও কলে বিশেষ গুরুত্ব রাখে এবং অন্যান্য ফিচার সমুহ সহজ করে দেয়। সবচেয়ে আকর্ষণীয় এবং সুখবর এটা যে সামস্যাং তাদের সিরিজের এই প্রথম মডেলে ২০০ মেগা পিক্সেলের ক্যামেরা ব্যবহার করেছে। সাথে রয়েছে একটি 10 মেগাপিক্সেস জুম ক্যামেরা, একটি ১২ মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড ক্যামেরা। সামনে রয়েছে ১২ মেগাপিক্সেলের একটি ফ্রন্ট ফেসিং ক্যামেরা।
এই স্মার্টফোনের ব্যাটারি ক্যাপাসিটি 5000mAh। যার থেকে প্রায় ৮.৫ ঘন্টা পর্যন্ত স্ক্রিনটাইম পাওয়া যায়। তাছাড়া এই স্মার্টফোনে ফাস্ট চার্জের সাপোর্ট রয়েছে। সিকিউরিটি সিস্টেম এর দিক দিয়েও এই স্মার্টফোনে অনেক এগিয়ে রয়েছে। যা গুরুত্বপূর্ণ ডাটার নিরাপত্তা দেয়।
সুতরাং বলা যায়, Samsung Galaxy S23 Ultra স্মার্টফোন মোবাইল প্রেমীদের কাছে আকর্ষণীয় হওয়ার যথেষ্ট কারণ রয়েছে। নান্দনিক ডিজাইন, উন্নত প্রসেসর, দীর্ঘস্থায়ী ব্যাটারী ব্যাক, এস পেন, গ্রাফিক্স ক্ষমতা এই স্মার্টফোনের বাজারে একটি দুর্দান্ত ফোন।
সুবিধা
- সুন্দর, আকর্ষণীয় ও বড় ডিসপ্লে
- অবিশ্বাস্য দীর্ঘস্থায়ী ব্যাটারি (5000mAh)
- ৪৫ W ফাস্ট চার্জ সাপোর্ট
- প্রথমবারের মতো ২০০ মেগাপিক্সেল ক্যামেরা
- Laser AF এমন একটি ফিচার যা লেজার অটো ফোকাসের কার্যক্রম সম্পন্ন করে।
- হাই সিকিউরিটি সিস্টেম “Samsung Knox”
অসুবিধা
- বড় আকারের ডিসপ্লে হওয়ার কারণে তা ভারী এবং এক হাতে বহন করা ঝামেলা।
- হেডফোনের জ্যাক নেই।
- ভিডিও ভিশন যদিও খারাপ না, কিন্তু এর মধ্যে আপনি ডলবি ভিশন সুবিধা নাই।
- S-pen আপগ্রেড করা হয়নি
ব্যাখ্যামূলক রিভিউতে থাকছে
পারফরমেন্স | ডিজাইন | ডিসপ্লে | হার্ডওয়্যার | ক্যামেরা | কানেক্টিভিটি | অডিও ভিডিও | সিকিউরিটি | ব্যাটারি | AI ফিচার | প্রাইসিং | রেকমেন্ডেশন
Samsung Galaxy S23 Ultra স্মার্টফোনটি তার এক্সিলেন্ট ক্যামেরা, গর্জিয়াস ডিসপ্লে, দীর্ঘস্থায়ী ব্যাটারি এবং শক্তিশালী প্রসেসরের জন্য বর্তমানে জনপ্রিয়তার শীর্ষে। যারা বাজেটের মধ্যে দারুণ ফিচার এর অনন্য একটি স্মার্টফোন খুঁজছেন তাদের জন্য Samsung Galaxy S23 Ultra হতে পারে সহজ পরামর্শ।
পারফরমেন্স
উচ্চ ক্ষমতা সম্পন্ন Samsung Galaxy S23 Ultra হলো একটি টপ-পারফর্মিং ফ্ল্যাগশিপ স্মার্টফোন। যার ডিজাইনে ব্যবহার করা হয়েছে উন্নত প্রযুক্তি এবং দারুন সব ফিচার। ফোনটিতে উন্নত প্রযুক্তির প্রসেসর Qualcomm এর Snapdragon 8 Gen 2 একটি চিপসেট রয়েছে। যার কারণে স্মার্টফোনটির পারফরম্যান্স উল্লেখযোগ্য হারে বেড়েছে । ফিচার টি মাল্টিটাস্কিং এর নির্ভরযোগ্য গতি দিয়ে থাকে। উল্লেখ্য, Snapdragon 8 Gen 2 এর মধ্যে Qualcomm FastConnect 7800 প্রযুক্তি রয়েছে, যা WiFi এবং Bluetooth সংযোগ দ্রুত এবং নির্ভরযোগ্য করে তোলে।
এতে রয়েছে Qualcomm Adreno 740 GPU যা শক্তিশালী উচ্চ গ্রাফিক্স ক্ষমতা সম্পন্ন। গেমিং এবং ভিডিও জীবন্ত করে তুলতে সক্ষম হয় এবং ওর ফ্রেম রেট অনেক ভালো। ইউজারদের জন্য এটা স্পষ্ট, মসৃণ উচ্চমানের ভিজুয়াল প্রদর্শন করে। 12 GB RAM থাকার কারনে ডিভাইসটিতে ইউজারেরা একাধিক এপ ইনস্টল করতে পারবে। তাতে ফোনটি ধীরগতির হবে না, খুব স্মুথ ভাবে চলে। ডাইনামিক ডিসপ্লে, ১২০Hz রিফ্রেশ রেট থাকাতে গেমিং, ভিডিও প্লেব্যাক ও স্ক্রোলিং ইত্যাদি দ্রুত এবং স্মুথ। ডিসপ্লে রিফ্রেশ রেট ব্যবহার করে ব্যাটারি সাশ্রয়ের অপশন রয়েছে।
ডিজাইন
Samsung Galaxy s23 Ultra – স্মার্টফোনের ডিজাইন এক কথায় প্রিমিয়াম, আভিজাত্য সংযোজিত এবং শক্তিশালী। ফোনটি অনেকটা দেখতে তার উত্তরসূরি Samsung Galaxy S22 ultra এর মতো ই বড় আকৃতির, উপরে রয়েছে ফ্লাট গ্লাস স্ক্রীন। তবে ব্যবহারে কিছু পার্থক্য রয়েছে। S23 এর ফ্রেমটি স্কোয়ারড-অফ আকারের। যার কারনে এটা ধরে রাখা তুলনামূলক সহজ।
ফোনটির সামনে ও পিছনে ব্যবহার করা হয়েছে Gorilla Glass Victus 2, যা স্ক্যাচ হতে রক্ষা করে এবং টেকসই। তাছাড়া অ্যালুমিনিয়াম এর তৈরি ফ্রেমটির কারণে স্মার্টফোনটি পাতলা ও অনেক মজবুত। এর ডাইনামিক ডিসপ্লে প্রান্ত বরাবর হালকা বাঁকানো এবং বেজেল লেস হওয়ার কারনে স্ক্রীন আরো বড় ও স্পষ্ট দেখায়। ডিসপ্লেতে রয়েছে একটি ইন ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট সেন্সর। এই ফিচার গুলো এই স্মার্টফোনটিকে আরো আধুনিক করে তুলে। পিছনের ক্যামেরার জন্য ডিভাইসটিকে আরো প্রিমিয়াম এবং সফিস্টিকেটেড মনে হয়। আলাদা আলাদা করে সাজানো কোয়াড ক্যামেরা সিস্টেম, যা ভার্টিকাল আকারে সাজানো। আর ক্যামেরা গুলো প্যানেলের সাথে মসৃণভাবে মিশে গেছে। S22 এর মতোই এর ডানদিকে ভলিউম বাড়ানোর বাটন এবং আরেকটি পাওয়ার বাটন রয়েছে। নীচের দিকে সিম কার্ড, স্পিকার, ইউএসবি-সি পোর্ট এবং এস পেন হোল রয়েছে। বরাবরের মত কালার প্রেমিদের Samsung এবারও নিরাশ করেনি। ফোনটি পাওয়া যাচ্ছে সবুজ, ফ্যান্টম ব্ল্যাক, ল্যাভেন্ডার, ক্রিম, গ্রাফাইট, স্কাই ব্লু, লাইম গ্রিন এবং লাল কালারের।
ডিসপ্লে
Galaxy S23 Ultra-এ বর্তমানে স্মার্টফোনের বাজারে সেরা এবং সবচেয়ে প্রাণবন্ত ডিসপ্লে রয়েছে।
এতে রয়েছে একটি 6.8-ইঞ্চি চওড়া Edge QHD+ ডায়নামিক এমোলেড 2X ইনফিনিটি-ও ডিসপ্লে যার রেজোলিউশন 3088 x 1440 এবং 500 পিক্সেল প্রতি ইঞ্চি (PPI)। তাছাড়া স্মার্ট ফোনটির রয়েছে ১২০Hz পর্যন্ত রিফ্রেশ রেট। এটা কমানো বাড়ানোর মাধ্যমে কন্টেন্টগুলো স্মুথলি দেখা যায়। ফলে ব্যাটারি সাশ্রয় করা যায়। এর ডিসপ্লের সর্বোচ্চ ব্রাইটনেস 1,750 নিট। তাই প্রচুর সূর্যালোকেও এর কন্টেন্ট গুলো স্পষ্ট দেখা যায়। তাছাড়া এতে রয়েছে HDR10+ বৈশিষ্ট্য যা ফটোগ্রাফের জন্য উচ্চতর কন্ট্রাস্ট প্রদান করে। এটা ফটো এডিট এবং ভিডিও স্ট্রিমিং এর জন্য দারুন একটি ব্যাপার! ডিসপ্লের LTPO (Low-Temperature Polycrystalline Oxide) প্যানেল স্বয়ংক্রিয় ভাবে ডিভাইসের রিফ্রেশ রেট নিয়ন্ত্রণ করে যা ব্যাক আপ টাইম বাড়ায়।
হার্ডওয়্যার এবং স্টোরেজ
Samsung galaxy s23 ultra-তে উন্নত হার্ডওয়ার এবং শক্তিশালী স্টোরেজ এর সমন্বয় রয়েছে।
এর Snapdragon 8 Gen 2 চিপসেট যা এর কার্যক্ষমতা উন্নত করেছে। আর এতে UFS 4.0 স্টোরেজ ব্যবহৃত হয়েছে যা পূর্বের UFS 3.1 স্টোরেজের চেয়ে বেশি দ্রুত। এই ডিভাইসটিতে পর্যাপ্ত RAM এর কনফিগারেশন রয়েছে যার জন্য এটি দারুন পারফরম্যান্স দিয়ে থাকে। ১ টিবি পর্যন্ত স্টোরেজে এবং ১২ জিবি পর্যন্ত র্যাম রয়েছে। উল্লেখ্য, এর আলাদা কোন মেমোরি কার্ড নেই। অর্থাৎ Samsung Galaxy s23 ultra একটি ফিক্সড মেমোরি স্মার্টফোন।
ক্যামেরা
Samsung galaxy s23 ultra ডিভাইসটি ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফি তে দুর্দান্ত। এর রয়েছে শক্তিশালী ২০০ মেগাপিক্সেল প্রাইমারি লেন্স , যার সামনে একটি f/1.7 অ্যাপারচার সহ স্ট্যাবিলাইজড লেন্স রয়েছে। এর ফলে কম আলোতেও স্পষ্ট ও ভালো মানের ছবিতোলা যায়। এই প্রাইমারি ক্যামেরার সাথে আরো ৩ টি লেন্স রয়েছে।
প্রথম লেন্সটি ১২ মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড f/1.7 অ্যাপারচার সহ লেন্স। যা বড় এবং খোলামেলা জায়গায় অনায়াসে ছবি তুলতে পারে। দ্বীতিয় লেন্সটি ১০ মেগা পিক্সেলের f/2.4 অ্যাপারচার সহ টেলিফটো লেন্স যা মাঝারি পরিসীমার ছবি তুলতে পারে। এটা ৩x অপ্টিক্যাল জুমের ক্ষমতা রাখে। তৃতীয় লেন্সটি ১০ মেগাপিক্সেলের f/৪.৯ অ্যাপারচার সহ পেরিস্কোপ টেলিফটোর লেন্স যার অপ্টিক্যাল জুম ১০x . যা দূরের জিনিসকে ক্লোজ আপ করতে সাহায্য করে। এর ফ্রণ্ট ক্যামেরাটি ১২ মেগা পিক্সেলের, সাথে রয়েছে f/২.২ অ্যাপারচারের লেন্স। এর মাধ্যমে HDR এবং 4k এর ভিডিও রেকর্ড করা যায়। আরো রয়েছে AI বিউটি মোড।
এছাড়াও Samsung Galaxy s23 ultra -তে রয়েছে স্পেস জুম ফিচার। যার মাধ্যমে দূরের অবজেক্টকে ৩০x-১০০x পর্যন্ত জুম করতে পারে।
কানেক্টিভিটি
Samsung galaxy s23 ultra- স্মার্টফোন টি ব্যবহারকারীদের বহুমুখী কানেক্টিভিটির ব্যবস্থা দিয়ে থাকে। যা একজন ব্যবহার কারি তার প্রয়োজন অনুযায়ী সে ফিচার গুলো থেকে সুবিধা নিতে পারবেন। Bluetooth এর ভার্সন 5.3। যার জন্য অতিদ্রুত অন্য ডিভাইসের সাথে সংযোগ নেওয়া সম্ভব এবং কম পাওয়ার ব্যয় হয়। সাব-6 এবং mmWave 5G এর জন্য s23 ultra স্মার্টফোনে দ্রুত গতির ইন্টারনেট পাওয়া যায়। এই স্মার্টফোনে Wi-Fi 6E প্রযুক্তি যুক্ত হয়েছে, যা উন্নত মানের সংযোগ দেয়। এর ফ্রিকোয়েন্সি 6GHz, নিরবিচ্ছিন্ন নেট নিশ্চিত করে।
এতে রয়েছে USB Type-C 3.2 ক্যাবল যা ফাস্ট চার্জিং, দ্রুত ডাটা ট্রান্সফার এবং টিভি বা অন্যান্য ডিসপ্লে তে সংযোগ দেওয়া যায়। এর Ultra-Wideband (UWB) এই ফিচার টির মাধ্যমে খুব দ্রুত ফাইল শেয়ার করা যায়। NFC এর মাধ্যমে কানেক্টলেস পেমেন্ট যেমন samsung pay দ্রুততার সাথে করা যায়। ফোনটির GPS, GLONASS, BDS, এবং Galileo এর সংযোগ নির্দিষ্ট লোকেশন নির্ভুল ভাবে চিহ্নিত করতে সক্ষম।
অডিও ভিডিও
Samsung, s22 ultra থেকে s23 ultra তে অডিও ও ভিডিও ফিচারে ব্যাপক আপগ্রেড এনেছে। ফোনটিতে রয়েছে দুটি স্পিকার (1টি সামনের নীচের-স্ক্রীনে, 1টি নীচের দিকে)। এতে কোন জ্যাক অডিও আউটপুট নেই। ব্লুটুথ 5.3 এর সাহায্যে তারহীন হেডফোন এবং স্পিকারের সাহায্যে সংযোগ ব্যাটারির উপর চাপ কমায়। ফোনটিতে ডলবি অ্যাটমস প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। যার ফলে কোন রেকর্ড শব্দ শোনা বা গেমিং, ভিডিও ভিউয়ের সময় 3D ইফেক্ট পাওয়া যায়। HD থাকায় উচ্চমানের যেমন aptX HD, LDAC এর অডিও সাপোর্ট করে, ফলে ভালো কোয়ালিটির সাউন্ড শোনা যায় এবং HDR10+ সাপোর্ট থাকায় ভিডিও কোয়ালিটি খুবই হাই। এর ডিস্প্লে 1440 x 3088 পিক্সেল রেজোলিউশন, ভিডিও স্ট্রিমিং এবং গেমিং এর জন্য একদম পারফেক্ট। 120 Hz রিফ্রেশ রেট থাকার কারণে ভিডিও সুন্দরভাবে প্লে হয়।
সিকিউরিটি
Galaxy s23 ultra তে রয়েছে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা যেন ব্যহারকারীদের গুরুত্বপূর্ণ ডেটা সুরক্ষিত থাকে। s22 এই ফিচার গুলো থাকলেও তা এই মডেলে এসে আরো আপগ্রেড হয়েছে। উল্লেখযোগ্য ফিচারের মধ্যে রয়েছে মেসেজ গার্ড সিস্টেম এর দ্বারা জিরো- ক্লিক এটাক থেকে সুরক্ষা পাওয়া যায়। এই সিস্টেম ক্ষতিকর ইমেজ কে আলাদা / ব্লক করে রাখে যেন ক্ষতিকর ভাইরাস ছড়িয়ে না পড়ে। মজার বিষয় হলো, এটা স্মার্টফোনটির একটি ডিফল্ট ফিচার, আলাদাভাবে সেট করার দরকার হয় না।
এতে রয়েছে Samsung Knox সিকিউরিটি সিস্টেম। যার কারণে ফোরটির সফটওয়ার ও হার্ড ওয়ার সর্বোচ্চ নিরাপত্তায় থাকে।
ব্যাটারি এবং চার্জিং
Samsung galaxy s23 ultra স্মার্টফোনটিতে রয়েছে উচ্চক্ষমতা সম্পন্ন একটি ফিক্সড 5000mAh এর ব্যাটারি। এটি একবার চার্জ করে নিলে চার্জ প্রায় ১ দিন ১২ ঘন্টা স্থায়ী হয়। এটার সারা দিনের জন্য অডিও, ভিডিও প্লে, গেমিং, স্ক্রোলিং ইত্যাদির জন্য যথেষ্ট ব্যাক আপ দিয়ে থাকে। তাছাড়া এর পাওয়ার অপ্টিমাইজ করার মাধ্যমে অনেক ব্যাটারি পাওয়ার সাশ্রয় করার ফিচার রয়েছে।
এই ডিভাইসে ফাস্ট চার্জিং এর সুবিধা রয়েছে। যা ৪৫ ওয়াটের চার্জিং সাপোর্ট করে। ফাস্ট চার্জিং ব্যবস্থাইয় ৩০ মিনিটে প্রায় ৬৫% চার্জ কমপ্লিট হয়ে যায় এবং ১০০% হতে প্রায় ৪৮ মিনিট লাগে। তাছাড়া একটি ১৫ ওয়াটের ওয়ারল্যাস চার্জিং এর সাপোর্ট রয়েছে, যার জন্য একটি চার্জিং প্যাডের প্রয়োজন হয়।
AI ফিচার
Samsung Galaxy S23 ultra স্মার্টফোনে AI ফিচার সমন্বিত করা হয়েছে। যা এটাকে আরো কর্মক্ষম ও ব্যবহারে আকর্ষণীয় করে তুলেছে। ছবি তুলতে ও ভিডিও তৈরিতে এই ফিচারটি রঙ, উজ্জ্বলতা ও অন্যান্য বিষয়গুলো স্বয়ংক্রিয় ভাবে সেটিং করে দেয়। এর নাইট মোড ফিচার টি স্বয়ংক্রিয় ভাবে নিয়ন্ত্রিত হয়ে রাতের শটগুলো ভালো ভাবে ক্যাপচার করতে সাহায্য করে। AI ফিচারের কারনে রাতের কম আলোর ফটো ও ভিডিও উজ্জ্বল আলোর দেখায়। এই ফিচারটির মাধ্যমে ছবির মধ্যে অবাঞ্চিত বিষয় সহজেই রিমুভ যায়। AI ফিচার গুলো শুধু মাত্র ক্যামেরাতেই কাজ করে তা কিন্তু নয়। এটি ফোনকলের সময় পারিপার্শ্বিক শব্দ কমিয়ে ফেলে, ফলে অডিও ভালো ভাবে পরিষ্কার শোনায়।
প্রাইসিং
Samsung Galaxy S23 Ultra (512GB ভেরিয়েন্ট) বাংলাদেশে অফিসিয়াল মূল্য 1,99,000 টাকায় পাওয়া যাচ্ছে, যেখানে একই মডেলের আনঅফিসিয়াল মূল্য প্রায় 104,000 টাকায। যা উল্লেখযোগ্যভাবে কম।
অফিসিয়াল মূল্য বেশি হলে ও এটা গ্রাহককে ওয়ারেন্টি সহ বিক্রয়ের পর পরিষেবা দিয়ে থাকে কোম্পানি, কিন্তু কম মূল্যে আন অফিসিয়ালি ক্রয় করা হলে এই সুবিধা পাওয়া যাবে না।
যেহেতু এই স্মার্ট ফোনের মূল্য বাড়ে/কমে ,সুতরাং ক্রয় করার আগে বিশস্ত ওয়েবসাইটে এর ফিচার ও মূল্য তালিকা দেখে নেওয়া উচিত।
রেকমেন্ডেশন
Samsung galaxy s23 ultra একটি দুর্দান্ত স্মার্টফোন। টেকসই, ফিচার সমূহ, ভিডিও ও গেমিং এর জন্য এক কথায় অসাধারণ একটি ডিভাইস। .ভালো মানের কন্টেন্ট ক্রিয়েট তৈরি করার জন্য বা দেখার জন্য উভয় ক্ষেত্রে ই এই স্মার্টফোন আপনার পছন্দ হতে বাধ্য।
মতামত এই যে, এই Samsung galaxy s23 ultra ক্রয় করার বাজেট যদি আপনার পক্ষে বহন করা সহজ হয় তবে অফিসিয়াল্ভাবে ক্রয় করা উচিত। এতে কোন ঝুঁকি থাকবে না। স্মার্টফোনের কোন সমস্যায় এর কোম্পানি আপনাকে জবাব দিহি করবে।
অন্যথায়, যদি আপনার ঝুকি গ্রহণে কোন সমস্যা না থাকে তবে ২য় বিকল্প বেছে নিতে পারেন। তবে অবশ্যই, বিক্রেতা সম্পর্কে একটি স্বচ্ছ ধারনা থাকা উচিত।
Leave a Reply