Samsung Galaxy S22 Ultra Review – যেনে নিন দাম সহ খুঁটিনাটি সব বিষয়

Samsung Galaxy S22 Ultra

আমাদের স্কোরিং সিস্টেম দ্বারা টেস্ট করা হয়েছে

পারফরমেন্স

ডিজাইন

ডিসপ্লে

স্টোরেজ

ক্যামেরা

সিকিউরিটি

ব্যাটারি

বাজেট ফ্রেন্ডলি

কিছু সাধারণ প্রশ্ন

বাংলাদেশে Samsung Galaxy S24 Ultra এর দাম কত?

Variant 8 / 128 GB – 1,10,500 TK

Variant 12 / 256 GB – 1,10,500 TK

128 GB/ 256 GB
8 GB/ 12 GB
108+10+10+12 MP
10 MP
6.8” 1440×3088 p
Li-Ion 5000 mAh

Galaxy S সিরিজ মানেই অ্যান্ড্রয়েড ইউজারদের জন্য এক্সাইটিং কিছু। আর Samsung Galaxy S22 Ultra বর্তমান সময়ের জন্য একটি ওয়েল ফিচার্ড এবং আকর্ষণীয় মোবাইল। অনেকেই Samsung Galaxy Note যে pen ছিলো তার ভক্ত ছিলেন। সেই ভক্তদের খুশি করার জন্যই s22 Ultra তে যুক্ত হয়েছে s-pen।

Galaxy S22 Ultra এর ক্যামেরাতে রয়েছে 108 MP Primary Camera। এই দারুন ফোনটিত 10x Optical Zoom এবং 100x Digital Space Zoom আছে, যা দূরের অবজেক্টকে সুন্দরভাবে ক্যাপচার করতে সাহায্য করে। iPho এ যেমন থ্রিএক্স জুম দিয়ে ফটোগ্রাফি করা যায় তেমনি এই ফোনেও রয়েছে থ্রিএক্স জুম। সব মিলিয়ে ক্যামেরা সেকশনের portrait, still photo, night mode, zoom capability, iPhone 13 Pro Max এর থেকে বেস্ট। যদিও ভিডিও রেকর্ডিং iPhone সেরা,তবুও অ্যান্ড্রয়েড ইউজারদের জন্য এই ফোনটির ভিডিও ক্যামেরা হতে পারে সেরা মডেল। 8k 24FPS এ ভিডিও রেকর্ড করে। যা সত্যিই অসাধারণ। ভিডিও চলাকালীন যেদিকে ফোনটা জুম করবেন সাউন্ড ঠিক সে দিকে ক্যাপচার হবে।

Battery Capacity-র দিক থেকে Galaxy S22 Ultra তে 5000 mAh ক্ষমতার ব্যাটারি রয়েছে। দ্রুত চার্জিং এবং ওয়্যারলেস চার্জিংয়ের সুবিধাও আছে। ফোনটি IP68 rated, যা ওয়াটারপ্রুফ এবং ডাস্টপ্রুফ। ব্যবহারকারীদের জন্য একদিনের বেশি ব্যাটারি ব্যাকআপ দিতে সক্ষম। 45 Watt চার্জিং সাপোর্ট আছ। যার কারণে ৩০ মিনিটে প্রায় ৭০% চার্জ কমপ্লিট হয়।

Galaxy S22 Ultra-তে রয়েছে 6.8 inch Dynamic Amoled 2X ডিসপ্লে। ফোনটি 120 Hz রিফ্রেশ রেট এবং 1750 নিটস ব্রাইটনেস সাপোর্ট করে যার ফলে Content Viewing Experience একেবারেই Immersive। সরাসরি সূর্যের আলোতেও স্ক্রিন পরিষ্কার দেখা যায়, যা অনেক ফ্ল্যাগশিপ ফোনে থাকে না।

S22 Ultra এর ডিজাইন ও বেশ চমৎকার। দেখতে বেশ প্রিমিয়াম এবং মজবুত। এর মেটাল ফ্রেম আর ম্যাট ফিনিশ ফোনটিকে হাতে দারুণ গ্রিপ দেয় এবং সব মিলিয়ে প্রিমিয়াম ফীল আনে। আর Performance এর দিক থেকে Galaxy S22 Ultra সত্যিই অসাধারণ।

সুবিধা

  • Galaxy S সিরিজে S Pen সাপোর্ট এই প্রথমবার
  • ৬.৮-ইঞ্চি Dynamic AMOLED 2X ডিসপ্লে
  • ১০৮ মেগাপিক্সেল ক্যামেরা ও ১০০x স্পেস জুম
  • 5000mah ব্যাটারি ও দ্রুত চার্জিং সুবিধা
  • Highly সিকিউরিটি সিস্টেম Samsung Knox
  • একদম ক্লিয়ার সাউন্ড কোয়ালিটি, যা অডিও এবং ভিডিও দেখে হারিয়ে যাবেন অন্য ভুবনে

অসুবিধা

  • বড় সাইজ এবং কিছু টা ভারি
  • হেভি গেমিংয়ে হালকা গরম হওয়ার প্রবণতা থাকে
  • মডেলে Exynos প্রসেসর, যা পারফরম্যান্সে তফাৎ আনে
  • এক্সপ্যান্ডেবল স্টোরেজের অভাব
  • প্রাইজ রেট কিছুটা বেশি বলে মনে হতে পারে

যদি আপনি অলরাউন্ডার হিসেবে কোন ফোন এর কথা ভেবে থাকেন তাহলে আপনার জন্য Samsung Galaxy S22 Ultra একটি আকর্ষনীয় স্মার্টফোন, যা Samsung এর বেস্ট প্রযুক্তি ও ডিজাইন নিয়ে এসেছে। এটি Galaxy S21 Ultra এর সাফল্যের ভিত্তিতে করা হয়েছে।

পারফরমেন্স

Samsung Galaxy S22 Ultra তে থাকছে 1 ey 4.4 বেসড ওন অ্যান্ড্রয়েড ১২। ফোনটিতে এছাড়াও জিপিপি হিসেবে থাকছে অ্যাড্রিনো ৭৩০। ফলে যে কোন হাই লেভেলের গেমস হাই সেটিংস এ খেলে সম্ভব হবে । ফোনটিতে মাল্টিটাসকিং কিন্তু খুবই অসম।

এতে 8 Gen 1 প্রসেসর ব্যবহার করা হয়েছে, যা বর্তমানে বাজারের সবচেয়ে উচ্চ ক্ষমতার চিপসেটগুলোর মধ্যে একটি। এই চিপসেটের ফলে ফোনটি অ্যাপ এবং গেম একসাথে চালানোর সময় অসাধারণ গতিশীলতা প্রদর্শন করে। মাল্টিটাস্কিং করার সময়, ব্যবহারকারীরা একাধিক অ্যাপ্লিকেশন সহজেই চালাতে পারেন, এবং ফোনটির গতিবিধি কখনও ধীর হয় না। হাই-এন্ড গেমিংয়ের সময়ও ফোনটি দক্ষতা বজায় রাখে, ফলে গেমের সময় ল্যাগ বা গরম হয়ে যাওয়ার সমস্যা হয়নি। গেমিং অভিজ্ঞতাকে আরও মসৃণ করার জন্য Galaxy S22 Ultra তে “Game Booster” ফিচার যুক্ত করা হয়েছে, যা গেম খেলার সময় ফোনের পারফরম্যান্স অপটিমাইজ করে ল্যাগমুক্ত এবং ব্যাটারি-সাশ্রয়ী গেমিং অভিজ্ঞতা প্রদান করে।

এটি ডিজাইন করা হয়েছে এমনভাবে যাতে ব্যবহারকারীরা বিভিন্ন কাজ বা মজার মুহূর্তগুলোতে একই সাথে করতে পারে।

ডিজাইন

কথায় আছে, আগে দর্শনধারী পরে গুনবিচারি। হয়ত সেজন্যই Samsung সবসময় দারুন সব ডিজাইনের মোবাইল নিয়ে আসে। Galaxy S22 Ultra ও ডিজাইনিংয়ে অত্যন্ত এগিয়ে । এর ৬.৮-ইঞ্চি Dynamic AMOLED 2X ডিসপ্লে এবং প্রিমিয়াম ম্যাট ফিনিশ ফোনটিকে একটি আধুনিক এবং উচ্চমানের অভিজ্ঞতা প্রদান করে। ফোনটির structure এবং গ্রিপ অত্যন্ত উন্নত, যা ব্যবহারকারীর জন্য আরামদায়ক। এতে IP68 রেটিং রয়েছে, যার ফলে এটি পানি এবং ধূলির প্রতিরোধক, যা দৈনন্দিন জীবনের ব্যবহারে সুবিধা করে। এর চারপাশের ধাতব ফ্রেম এবং কোণের সংমিশ্রণ ফোনটিকে একটি অত্যাধুনিক লুক দেয়, যা অনেক ব্যবহারকারীর চোখে প্রিমিয়াম ফিল তৈরি করে।

Samsung কালারের ক্ষেত্রে কৃপনতা করবে, সেটাতো কখনই সম্ভব না। ফোনটি পাওয়া যাচ্ছে ৭টি রঙে: কালো, সাদা, বারগান্ডি, গ্রাফাইট, সবুজ, লাল এবং স্কাই ব্লু।

ডিসপ্লে

ডিজাইন এর পরে বাহ্যিক যে জিনিসটি সবচেয়ে প্রয়োজন তা হলো ডিসপ্লে। দিনের বেশিরভাগ সময় মানুষ ফোনের ডিসপ্লের সাথে কাটায়। ডিসপ্লের কালার কোয়ালিটি ও সত্যিই জোস। ভিডিও দেখা, গেম খেলা, বা সোশ্যাল মিডিয়া স্ক্রল করার সময় Color Combination এবং পিউরিটি সত্যিই অসাধারণ।এতে গ্ল্যান্স ভিউ এবং Always On Display এর মতো ফিচারগুলো ব্যবহারকারীদের জন্য অতি প্রয়োজনীয় তথ্য দ্রুত দেখতে সহায়তা করে। Galaxy S22 Ultra-র 120Hz রিফ্রেশ রেট এবং 1750 নিটস পর্যন্ত উজ্জ্বলতা এটি একটি চমৎকার ভিজ্যুয়াল অভিজ্ঞতা প্রদান করে। HDR10+ সাপোর্ট থাকার কারণে বিভিন্ন কনটেন্টে রঙের গাঢ়তা এবং কনট্রাস্ট বিশেষভাবে প্রভাবিত হয়, যা মুভি দেখা বা গেম খেলার সময় দারুন এক্সপেরিয়েন্স দেয়।

হার্ডওয়্যার এবং স্টোরেজ

Galaxy S22 Ultra-তে ৮ জিবি বা ১2 জিবি র‍্যামের সাথে ১২৮ জিবি থেকে ২৫৬ টেরাবাইট পর্যন্ত স্টোরেজ অপশন রয়েছে। যদিও এতে কোনো এক্সপ্যান্ডেবল স্টোরেজ নেই, তবে এর বিশাল স্টোরেজ ক্যাপাসিটি ফাইল, ছবি, ভিডিও এবং গেম সংরক্ষণের জন্য যথেষ্ট। হাই-এন্ড গেমার এবং কনটেন্ট নির্মাতাদের জন্য এটি খুবই সুবিধাজনক, কারণ এটি দ্রুত এবং কার্যকরীভাবে কাজ করে, ফলে ব্যবহারকারীরা তাদের প্রয়োজনীয় সামগ্রী সহজেই সংরক্ষণ এবং ব্যবহারের সুযোগ পান।

ক্যামেরা

Galaxy S22 Ultra এর সবচেয়ে বেশি হাইলাইটেড বিষয় হচ্ছেে এর ক্যামেরা। ফোনটির ব্যাক সাইডে রয়েছে মোট পাঁচটি ক্যামেরা। এর ব্যাক ক্যামেরা সর্বোচ্চ 8k তে শুট করতে পারে। ব্যাক ক্যামেরার ফিচারগুলোর মধ্যে রয়েছে এলইডি ফ্ল্যাশ,ফটো এসডিয়ার এবং প্যানারোমা । ফ্রন্ট ক্যামেরায় আছে ১০ মেগাপিক্সেলের একটি ওয়ার্ইল্ড সেন্সর। এটি ২.২ অ্যাপাচার।

যেকোনো ইভেন্ট ঘোরাঘুরি কিংবা আড্ডায় ফটো আমাদের জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ। ফটো কোয়ালিটির কথা বলতে গেলে Samsung Galaxy s22 Ultra এর ফটো কোয়ালিটি বেশ দারুন। আর তাছাড়া Samsung এর s কোলিটির সকল ফোনগুলোর ফটো কোয়ালিটি সত্যিই অসাধারণ।

এতে রয়েছে ১০৮ মেগাপিক্সেলের ক্যামেরা, এটি ১২ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড ক্যামেরা এবং ১০x অপটিক্যাল জুম এবং 100x ডিজিটাল জুম সাপোর্ট করে। এছাড়াও ক্যামেরা সেন্সরগুলো একটু ভিতর দিকে রাখা হয়েছে ফলে যারা একটু ক্যামেরা লেন্সের জন্য বিরক্ত হতেন তারা দারুন সুবিধা পাবেন। লো-লাইট ফটোগ্রাফির জন্য এটি অত্যন্ত কার্যকরী। কারণ এর উন্নত সেন্সর এবং সফটওয়্যার প্রযুক্তি রাতের ফটোগ্রাফিতে অসাধারণ রেজাল্ট প্রদান করে। AI-এর মাধ্যমে ছবির উন্নতি করার ক্ষমতা থাকায়, সঠিক ফোকাস এবং রঙের গভীরতা বজায় থাকে। যারা ফটোগ্রাফি পছন্দ করেন, তাদের জন্য Galaxy S22 Ultra একটি চমৎকার চয়েস হতে পারে।

এতে রয়েছে 8k 24FPS এ ভিডিও রেকর্ড করার ক্ষমতা । যা সত্যিই অসাধারণ। প্রাইমারি লেন্স এবং আল্ট্রা ওয়াইড লেন্স সুপার মডেল ইউজ করেছে তারা। ফলে লেন্স ফ্লেয়ার খুবই কম আসে। ব্লগার এবং কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য এই ফোনটি বেস্ট কারণ ক্যামেরা চলাকালীন সময়ে ফ্রন্ট ক্যামেরায় সুইচ করা যায়।তাই Samsung Galaxy s22 Ultra এর অত্যাধুনিক অডিও এবং ভিডিও ক্ষমতাগুলি আপনার জন্য একটি আদর্শ ডিভাইস হিসেবে ধরা দিবে। Samsung Galaxy S21 Ultra এ যেখানে আপনি ভিডিও করার সময় ফ্রন্ট ক্যামেরায় শিফট করতে পারবেন না কিন্তু Galaxy s22 Ultra তে আপনি ভিডিও করার সময় ফ্রন্ট ক্যামেরায় শিফট করতে পারবেন। ব্লগারদের জন্য এটা বড় একটি সুবিধা। ফোনটির ডিরেক্টর মুড দিয়ে আপনি সবকটি ক্যামেরা একসাথে কাজ করাতে পারবেন। এছাড়াও অটো এডজাস্ট মুড, যা দিয়ে লাইটিং অনুযায়ী সঠিক ভিডিও ক্যাপচার করা যায়।

AI ফিচার

Galaxy S22 Ultra তে “AI Photo Remastering” ফিচার রয়েছে, যা পুরোনো বা নিম্নমানের ছবিকে নতুনভাবে প্রসেস করে আরও উজ্জ্বল করে তোলে। এছাড়া, ফোনটির “Privacy Dashboard” ব্যবহারকারীদের ডেটা এবং অ্যাপ ব্যবহারের নিয়ন্ত্রণ দেয়, যা প্রাইভেসি সুরক্ষার জন্য অপরিহার্য। “CIRCLE TO SEARCH” ফিচার আপনি ইউজ করতে পারবেন, আপনার ছবির অবজেক্ট থেকে আপনার কাঙ্খিত বস্তুুর circle করে search দিলে আপনি সব তথ্য নিমিষেই পেয়ে যাবেন।

”LIVE TRANSLATE” ফিচার মুড অন করে রাখলে কলার যে ভাষায় কথা বলুক না কেন Language seatings থেকে পছন্দসই ভাষা ব্যবহার করলে সেই ভাষায় কথা শুনতে পাবেন। যদিও ১০০% সঠিক ভাষা নাও পেতে পারেন কিন্তু এই ফিচারটি অন্য ফোনে পাবেন কিনা সন্দেহ। এছাড়াও chating করার সময়ও এই ফিচার ইউজ করা যাবে।
ক্যামেরার AI পাওয়ার্ড ইমেজ প্রসেসিং ফিচার নাইটমুড শটগুলোকে উজ্জ্বল করে তোলে এবং বিভিন্ন সিনারিওতে স্বয়ংক্রিয়ভাবে সেটিংস অপটিমাইজ করে। সুপার রেজোলিউশন জুম ফিচার দূরবর্তী বস্তুকে জুম করার সময়ও ছবির মান বজায় রাখে। সিঙ্গেল টেক একবার শাটার চাপলে একাধিক ছবি ও ভিডিও ক্যাপচার করে, যা পরবর্তীতে এডিট করা যায়। তাছাড়া ও ছবি rotated করার সময় আপনার কাঙ্ক্ষিত অবজেক্ট গুলো চাইলে রেখে বাকি অবজেক্ট ডিলিট করে দেওয়া যাবে।

কানেক্টিভিটি

Galaxy S22 Ultra সর্বাধুনিক কানেক্টিভিটি ফিচারগুলির সাথে সজ্জিত। এতে 5G সাপোর্ট রয়েছে, যা উচ্চ গতির ইন্টারনেট সংযোগ নিশ্চিত করে, ফলে স্ট্রিমিং, গেমিং এবং ভার্চুয়াল রিয়ালিটি অভিজ্ঞতা আরও মসৃণ হয়। এছাড়া, Bluetooth 5.2 এবং Wi-Fi 6E ফিচারগুলো ডিভাইসটিকে আরও ব্যবহারবান্ধব করে তোলে, যা দ্রুত ডেটা স্থানান্তর এবং আরও সুরক্ষিত সংযোগ নিশ্চিত করে।Quick Share ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা দ্রুত ছবি, ভিডিও এবং অন্যান্য ফাইল শেয়ার করতে পারেন, যা সময় বাঁচায় এবং ব্যবহার সহজ করে।

অডিও ভিডিও

অডিও এবং ভিডিও আমাদের ডিজিটাল জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে। স্যামসাং গ্যালাক্সি S22 Ultra এই বিষয়টিকে একটি নতুন উচ্চতায় নিয়ে গেছে। এর অত্যাধুনিক প্রযুক্তি এবং উচ্চমানের কম্পোনেন্টগুলির এই ফোনে স্টেরিও স্পিকার থাকায় শব্দের গভীরতা এবং স্পষ্টতা দ্বিগুণ হয়, ফলে ভিজ্যুয়াল অভিজ্ঞতা আরও আকর্ষণীয় হয়ে ওঠে।

Dolby Atmos সাপোর্টের মাধ্যমে উচ্চমানের অডিও অভিজ্ঞতা পাওয়া যায়, যা মুভি দেখা বা গেম খেলার সময় বিশেষভাবে আনন্দ দেয়।

সিকিউরিটি

ফোনের সিকিউরিটি সিস্টেম একটু গুরুত্বপূর্ণ বিষয়। ফোন সিকিউর তো আপনি সিকিউর। সিকিউরিটির ক্ষেত্রে, Galaxy S22 Ultra-তে Samsung Knox সুরক্ষা ব্যবস্থা রয়েছে, যা ব্যক্তিগত ডেটা সুরক্ষায় কার্যকর। ফোনটির ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং ফেস রিকগনিশন ব্যবহারের মাধ্যমে সহজে এবং নিরাপদে ফোন আনলক করা যায়। এই সুরক্ষা ব্যবস্থাগুলো ব্যবহারকারীদের গুরুত্বপূর্ণ তথ্যের নিরাপত্তা নিশ্চিত করে এবং অপ্রয়োজনীয় অ্যাক্সেস প্রতিরোধ করে। সব মিলিয়ে, Cutting-Edge প্রযুক্তি এবং Ai ফিচারের সংমিশ্রণে Samsung Galaxy S22 Ultra একটি শক্তিশালী স্মার্টফোন হিসেবে দাঁড়িয়েছে। যারা উচ্চ পারফরম্যান্স এবং উন্নত ফিচার খুঁজছেন তাদের জন্য এটি একটি আদর্শ চয়েস। নিয়মিত সিকিউরিটি এবং সফটওয়্যার আপডেটের মাধ্যমে এই ফোনটি দীর্ঘমেয়াদী নিরাপত্তা এবং সামঞ্জস্য নিশ্চিত করা সম্ভব।

ব্যাটারি এবং চার্জিং

Galaxy S22 Ultra তে ৫০০০ এমএএইচ ব্যাটারি রয়েছে, যা দৈনিক ব্যবহারে ভালো ব্যাকআপ দেয়। সাধারণ ব্যবহারকারীরা এই ব্যাটারির মাধ্যমে একদিনের বেশি সময় ধরে ব্যবহার করতে পারেন। দ্রুত চার্জিং এবং ওয়্যারলেস চার্জিং সুবিধা থাকায়, ব্যাটারি দ্রুত চার্জ করা যায়, যা ব্যবহারকারীদের জন্য সুবিধাজনক।ফোনটিতে চার্জ করার জন্য থাকছে ৪৫ ওয়াটের একটি চার্জার। তাই ফোনটি এক ঘন্টার কম সময়ের মধ্যেই আপনি ফুল চার্জ করতে পারবেন।

প্রাইসিং

কথায় আছে জিনিস যেটা ভালো দামটা তার একটু বেশি হবেই ।Samsung Galaxy S22 Ultra-এর মূল্য কিছুটা বেশি, তবে এটি যাদের কাছে উচ্চ প্রযুক্তির স্মার্টফোনের প্রয়োজন তাদের জন্য একটি উপযুক্ত পছন্দ। ফোনটির ফিচার এবং পারফরম্যান্সের সাথে এর দাম সঙ্গতিপূর্ণ। Samsung Galaxy S22 Ultra 5G নতুনত্ব, স্মার্ট, এবং অত্যাধুনিক ফিচার এর সমন্বয়ে তৈরি । আপনি যদি একটি ফ্ল্যাগশিপ ডিভাইস খোঁজেন যা অন্য যে কোন মডেল এর চেয়ে কোনও অংশে কম নয় তাহলে এই ফোনটি আপনার মনোযোগের দাবি রাখে। বাংলাদেশে Samsung Galaxy S22 Ultra 12/256 GB এর অফিসিয়াল দাম 1,76,000 টাকা। আর আনঅফিসিয়াল দাম 91,000 টাকা। একটি ফোনের ভিতর এত এত ফিচার এত ভাল ক্যামেরা তবু আসলেই দামটা কিন্তু যথেষ্ট বেশি নয়। তবে কিনার আগে আবশ্যই মার্কেটে আপডেট দাম দেখে নিবেন।

রেকমেন্ডেশন

Samsung Galaxy S22 Ultra একটি শক্তিশালী স্মার্টফোন, যা আধুনিক প্রযুক্তির সর্বশেষ ফিচারগুলো নিয়ে এসেছে। মূলত এটি Galaxy Note সিরিজের ভক্তদের কথা মাথায় রেখে ডিজাইন করা হয়েছে, কারণ এই মডেলে প্রথমবারের মতো S Pen ইন্টিগ্রেট করা হয়েছে। এর ডিসপ্লে, ক্যামেরা, পারফরম্যান্স এবং অন্যান্য ফিচারগুলো একত্রে ব্যবহারকারীদের জন্য একটি অসাধারণ অভিজ্ঞতা প্রদান করে।

Samsung Galaxy S22 Ultra-তে নতুন ও উন্নত AI ফিচারগুলো যুক্ত করা হয়েছে, যা user experience কে আরও enhanced করে এবং ফোনের overall performance বাড়ায়। উদাহরণস্বরূপ, AI-চালিত ক্যামেরা ফিচারগুলো ছবি তোলার সময় স্বয়ংক্রিয়ভাবে সঠিক settings বেছে নিয়ে ছবির গুণমান বাড়ায়। বিশেষত Night Mode এবং Portrait Mode-এ AI ব্যবহার করা হয়েছে, যাতে কম আলো বা পোর্ট্রেট শটে আরও স্পষ্ট ছবি তোলা যায়।মোটকথা, Samsung Galaxy S22 Ultra একটি সম্পূর্ণ এবং শক্তিশালী স্মার্টফোন, যা ফটোগ্রাফি, গেমিং এবং কার্যক্ষমতার জন্য একটি অসাধারণ পছন্দ। যারা উন্নত প্রযুক্তির এবং উচ্চ মানের ফোন খুঁজছেন, তাদের জন্য এটি নিঃসন্দেহে একটি চমৎকার অপশন। ফোনটি তাদের জন্য আদর্শ, যারা আধুনিক প্রযুক্তি এবং ফিচারের পূর্ণ ব্যবহার করতে চান।

মার্কেটে টপ লেভেলের ফোনগুলোকে টেক্কা দিতে ফোনটির জুড়ি মেলা ভার। একটি ফোনের সাধারণত পাঁচ থেকে ছয়টি গুরুত্বপূর্ণ ডিপার্টমেন্ট থাকে যেমন বিল কোয়ালিটি, ডিসপ্লে, সাইন্ড & গেমিং, ক্যামোরা,সফটওয়্যার এই টোটাল কম্বিনেশনে আপনাকে ৮/১০ দিতেই হবে।


Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *