Samsung Galaxy S23 Review – যেনে নিন দাম সহ খুঁটিনাটি সব বিষয়

Samsung Galaxy S23

আমাদের স্কোরিং সিস্টেম দ্বারা টেস্ট করা হয়েছে

পারফরমেন্স

ডিজাইন

ডিসপ্লে

স্টোরেজ

ক্যামেরা

সিকিউরিটি

ব্যাটারি

বাজেট ফ্রেন্ডলি

কিছু সাধারণ প্রশ্ন

বাংলাদেশে Samsung Galaxy S23 এর দাম কত?

Variant 8 / 128 GB – 64,500 TK

Variant 8 / 256 GB – 72,000 TK

Variant 8 / 512 GB – 82,000 TK

128 GB/ 256 GB/ 512 GB
8 GB
50+12+10 MP
12 MP
6.1” 2340×1080 p
Li-Ion 3900 mAh

এক্সিলেন্ট ক্যামেরা, ভালো মানের ডিস্প্লে , ব্যাটারি পারফরম্যান্স ভালো এবং শক্তিশালী প্রসেসরের জন্য বর্তমানে জনপ্রিয়তার শীর্ষে। যারা বাজেটের মধ্যে দারুণ একটি স্মার্টফোন খুঁজছেন তাদের জন্য Samsung Galaxy S23 Ultra হতে পারে সহজ পরামর্শ।

Samsung Galaxy S23 ছোট, হালকা ওজনের এবং আকর্ষণীয় যা ব্যবহার করতে এবং বহন করতে দারুন স্বাচ্ছন্দবোধ হয়। এর রয়েছে 6.1-ইঞ্চি FHD+ ডায়নামিক AMOLED 2X ডিসপ্লে যার রিফ্রেশিং রেট 120 HZ। দুর্দান্ত ডিসপ্লে কালার এবং এটি 1750 নিট, যা পূর্ববর্তী গ্যালাক্সি S22-এর 1300 নিট থেকে বেশি। সূর্যের আলোতেও তাই এই স্মার্টফোন দারূন ভিজুয়ালিটি দেয়।

স্মার্ট ফোনেটির অন্যতম আকর্ষণ হচ্ছে উন্নত , উচ্চ ক্ষমতা সম্পন্ন Qualcomm এর Snapdragon 8 Gen 2 এর চিপসেট। ওভারক্লকড চিপে CPU ও GPU এর ক্লক স্পিড বাড়ানো হয়েছে, ফলে ফোনটি উচ্চতর পারফরম্যান্স দিতে সক্ষম। Adreno 740 GPU চিপসেটের অংশ হিসেবে, Samsung Galaxy S23 সিরিজের গ্রাফিক্স প্রসেসিং সক্ষমতা বাড়িয়েছে, বিশেষ করে গেমিং এবং উচ্চমানের ভিডিও কনটেন্টে।

এর ট্রিপল ক্যামেরা যা পূর্ববর্তী Galaxy S22 এর মতোই 50MP OIS প্রাইমারি, 10MP 3x টেলিফোটো এবং 12MP আল্ট্রাওয়াইড ক্যামেরা। তবে সেল্ফি ক্যামেরায় Galaxy S22 অনেক উন্নতি সংযোজন করা হয়েছে। যা 12MP এবং সুপার HDR সমর্থন করে এবং রয়েছে অটোফোকাস এবং 4K ক্যাপচারিং সামর্থ্য।

Samsung Galaxy S23 স্মার্টফোনের ব্যাটারি ক্ষমতা 3,900 mAh, যা পূর্ববর্তী। Samsung Galaxy S22 এর চেয়ে 200mAh বৃদ্ধি করা হয়েছে। এটা ২৫W চার্জিং ব্যবস্থা সাপোর্ট করে। তাছড়া এটি ১৫W ওয়্যারলেস চার্জিং এবং ৪.৫W রিভার্স ওয়্যারলেস চার্জিংও সাপোর্ট করে যা ইউজারের জন্য সুবিধাজনক।

Samsung galaxy S23 স্মার্টফোনে সিকিউরিটির জন্য সিকিউর বুট চালু রয়েছে। যা ডিভাইস স্টার্ট আপের সময় অননুমোদিত এক্সেস লোড হতে বাধা দেয়।

হালকা গড়ন, উন্নত প্রসেসর, শক্তিশালী গ্রাফিক্স ক্ষমতা এই স্মার্টফোন বাজারে একটি দুর্দান্ত ফোন।

সুবিধা

  • শক্তিশালী অ্যালুমিনিয়াম ফ্রেম এবং কোরনিং গরিলা গ্লাস ভিকটাস ২ প্রটেকশন
  • OLED ডিসপ্লে অসাধারণ উজ্জ্বলতা এবং কালার একুরেসি প্রদর্শন করতে সক্ষম
  • Snapdragon 8 Gen 2 প্রসেসর, উন্নত ক্যামেরা সিস্টেম এবং সর্বাধুনিক One UI সফটওয়্যার সাপোর্ট
  • স্টেরিও সাউন্ড সিস্টেম Dolby Atmos প্রযুক্তি ব্যবহার করে, যা 3D ইফেক্ট দেয়
  • IP68 সার্টিফিকেশন থাকার কারণে রয়েছে ওয়াটার এবং ডাস্ট রেসিস্টেন্স
  • কমপ্যাক্ট সাইজ হওয়ার কারণে ধরতে সুবিধা এবং ব্যবহারবান্ধব

অসুবিধা

  • ডিজাইনে তেমন উল্লেখ যোগ্য পরিবর্তন না আসায় তেমন স্বতন্ত্র্য না
  • ভারী ব্যবহারে প্রায়শই গরম হয়ে যায়ে, যা পেইনফুল
  • বাক্সে কোনো চার্জার নেই এবং কোনো প্রি-অ্যাপ্লাইড স্ক্রিন প্রোটেক্টর নেই
  • গত বছরের Galaxy S21 5G এর চেয়ে খারাপ ব্যাটারি লাইফ
  • আল্ট্রাওয়াইডব্যান্ড সাপোর্ট নেই, ফলে অন্য কোন ডিভাইসের সাথে সংযোগ করা যায় না।

Samsung Galaxy S23 5G স্মার্টফোন ১লা ফেব্রুয়ারী ২০২৩ সালে স্যামসাং S সিরিজ তালিকায় অন্তর্ভূক্ত হয় এবং তা মার্কেটে আসে ১৭ ই ফেব্রুয়ারী ২০২৩ সালে। সারা। যার রয়েছে শক্তিশালী স্পেসিফিকেশন, হাই-এন্ড ক্যামেরার ক্ষমতা এবং একটি মসৃণ ডিজাইন। এটি বর্তমানে একটি সেরা কম্প্যাক্ট মোবাইল যা মোবাইল প্রেমীদের কাছে ব্যাপক চাহিদা সম্পন্ন।

পারফরমেন্স

Samsung Galaxy S23 ফ্ল্যাগশিপ মোবাইল হিসেবে পারফরম্যান্সের ক্ষেত্রে অতুলনীয়। ফোনটিতে উন্নত প্রযুক্তির প্রসেসর Qualcomm এর Snapdragon 8 Gen 2 একটি চিপসেট রয়েছে। যার কারণে স্মার্টফোনটির পারফরম্যান্স উল্লেখযোগ্য হারে বেড়েছে । ফিচার টি মাল্টিটাস্কিং এর নির্ভরযোগ্য গতি দিয়ে থাকে।

এতে রয়েছে Qualcomm Adreno 740 GPU যা শক্তিশালী উচ্চ গ্রাফিক্স ক্ষমতা সম্পন্ন। গেমিং এবং ভিডিও জীবন্ত করে তুলতে সক্ষম হয় এবং ওর ফ্রেম রেট অনেক ভালো। ইউজারদের জন্য এটা স্পষ্ট, মসৃণ উচ্চমানের ভিজুয়াল প্রদর্শন করে। 120 Hz রিফ্রেশ রেট থাকাতে গেমিং, ভিডিও প্লেব্যাক ও স্ক্রোলিং ইত্যাদি দ্রুত এবং স্মুথ। ডিসপ্লে রিফ্রেশ রেট ব্যবহার করে ব্যাটারি সাশ্রয়ের অপশন রয়েছে।
8GB RAM এবং 128GB থেকে 512GB পর্যন্ত অভ্যন্তরীণ স্টোরেজ অপশন সহ Galaxy S23 দৈনিক কাজ, মিডিয়া কনজাম্পশন এবং গেমিং এর জন্য দুর্দান্ত পারফরম্যান্স দিয়ে থাকে। এক্সপ্যান্ডেবল স্টোরেজ নেই, তবে অভ্যন্তরীণ স্টোরেজ বেশিরভাগ ব্যবহারকারীর জন্য যথেষ্ট।

ডিজাইন

Samsung Galaxy S23 একটি আকর্ষণীয় এবং সরল ডিজাইনের স্মার্টফোন। এর ডিজাইন যেমন পূর্ববর্তী S22 এর সাথে মিলে আবার তা এখন কার মডেল S24 এর সাথে ও মিলে যায়। বলা যায়, এর ডিজাইন এই দুই প্রজন্মের মাঝামাঝিতে। এটি হালকা, টেকসই এবং জলরোধী মোবাইল ফোন হিসেবে মার্কেটে অন্যান্য ফোনের চেয়ে বেশ এগিয়ে আছে।

Samsung Galaxy S23- এর বাহ্যিক ডিজাইন প্রিমিয়াম এবং আকর্ষণীয়। সামনে ও পিছনে Gorilla Glass Victus 2 ব্যবহার করা হয়েছে, যা স্ক্র্যাচ প্রতিরোধী এবং টেকসই। এর ফ্রেম আর্মর্ড অ্যালুমিনিয়াম। যা নিয়মিত অ্যালুমিনিয়ামের তুলনায় টেকসই এবং ড্রপ ও স্ক্র্যাচ প্রতিরোধী। যা দৈনন্দিন জীবনে মোবাইল ফোন টি ব্যবহার সহজ করে তোলে।

Galaxy S23 এর ফ্ল্যাট ফ্রন্ট এবং ব্যাক ডিজাইন এর আকার এবং আকৃতির সাথে ভালোভাবে মানানসই। কাচের পিছনের ম্যাট ফিনিশটি মসৃণ মনে হয় এবং আঙ্গুলের ছাপ এবং দাগ প্রতিরোধ করে। এর নিচের দিকে টাইপ-C চার্জিং পোর্ট রয়েছে। যা দ্বারা ২৫w পর্যন্ত চার্জ করা যায়। এক পাশে আছে ডুয়েল সিম কার্ড এর সাপোর্ট। যেখানে ন্যনো ও ই সিম প্রবেশ করানো যায়।

Samsung Galaxy S23 স্মার্টফোনের ক্যামেরার ডিজাইনে পরিবর্তন লক্ষ্য করা যায় যা S22 মডেলে ছিলো না। পিছনের ক্যামেরার হাউজিং সরিয়ে দেওয়া হয়েছে। যার পরিবর্তে ট্রিপল ক্যামেরাতে ইউনিক রিং দেওয়া হয়েছে, যা এর ডিজানকে সিম্পল নকশা দিয়েছে। এর আগের মডেল S22 তে যদি মেটাল ক্যামেরা বাম্পটি ডিজাইন কে বিশেষত্ব দিয়েছিলো, তারপরেও Samsung Galaxy S23 স্মার্টফোন দেখতে পরিমার্জিত, আরো আকর্ষণীয় হয়েছে।

এটি 4টি রঙে পাওয়া যায়। যেমন ফ্যান্টম ব্ল্যাক, গ্রিন, ল্যাভেন্ডার এবং ক্রিম। এর রঙ গুলো চমৎকার এবং আকর্ষণীয়।

গঠনগতভাবে, Galaxy S23-এর বিল্ড কোয়ালিটি বেশ মজবুত। এর মেটাল ফ্রেমটি শক্ত এবং ফোনটি ভালো গ্রিপ দেয়। কমপ্যাক্ট ডিজাইনের কারণে, পাওয়ার এবং ভলিউম বোতাম সহজেই ব্যবহার যোগ্য। ফোনটি IP68 রেটযুক্ত, তাই এটি ধুলো এবং জল রোধী।

ডিসপ্লে

Galaxy S23-এর 6.1-ইঞ্চির ফ্ল্যাট ডিসপ্লে ছোট হলেও বেশ মানানসই। কিন্তু iPhone SE-এর মতো অতিরিক্ত ছোট নয়। এই OLED ডিসপ্লেতে 2340×1080 FHD+ রেজোলিউশন, HDR সাপোর্ট এবং 120Hz রিফ্রেশ রেট রয়েছে, যা রঙকে আরও প্রাণবন্ত এবং কালারগুলোকে আরও স্পষ্ট করে দেখায়। সর্বোচ্চ উজ্জ্বলতা 1300 নিট থেকে 1750 নিট পর্যন্ত উন্নীত করা হয়েছে, যা সরাসরি সূর্যের আলোতেও স্ক্রিনকে স্পষ্টভাবে দেখা যায়।

এতে রয়েছে আল্ট্রাসনিক ফিঙ্গার প্রিন্ট সিস্টেম। এন্ড্রয়ডের জগতে সামসাং এর এই ফিঙ্গার প্রিন্ট দুর্দান্ত, তাই মার্কেটে ও রয়েছে এর দারুন চাহিদা।

Galaxy S23 এর ডিজাইন ব্যবহার করা বেশি সহজ যা ইউজারেরা এক হাত দিয়ে ব্যবহার করে স্বাছন্দ্যবোধ করেন। বড় ডিসপ্লেওয়ালা মোবাইলের মধ্যে যারা ছোট ডিভাইস খুঁজছেন তাদের জন্য এই S23 একটি ভালো বিকল্প হতে পারে এবং ছোট ডিসপ্লে iPhone 14 এর চেয়েও।

হার্ডওয়্যার এবং স্টোরেজ

Samsung Galaxy S23 সিরিজটি সর্বশেষ Qualcomm-এর প্রসেসর Snapdragon 8 Gen 2 দ্বারা পরিচালিত। এই প্রসেসরটির CPU এবং GPU ওভারক্লকড, যা ফোনটিকে দ্রুতগতির এবং উচ্চমানের কর্মক্ষমতা প্রদান করে। প্রসেসরটির উন্নত স্থাপত্য কাঠামো 35% বেশি কর্মক্ষমতা এবং 40% উন্নত কার্যকারিতা নিশ্চিত করে, যা ফোনের গতিশীলতা বাড়ানোর পাশাপাশি ব্যাটারি সাশ্রয়েও সহায়ক।

এই স্মার্টফোনের RAM এবং স্টোরেজ কনফিগারেশন অত্যন্ত উন্নত। এতে রয়েছে 8GB LPDDR5X RAM, এবং স্টোরেজ বিকল্পের মধ্যে আছে 128GB (যা UFS 3.1 স্ট্যান্ডার্ড), এবং 256GB ও 512GB (UFS 4.0 স্টোরেজ)। যদিও 128GB সংস্করণে পূর্বের UFS 3.1 স্টোরেজ ব্যবহৃত হয়েছে, তবে 256GB ও 512GB সংস্করণে নতুন UFS 4.0 স্টোরেজ যুক্ত করা হয়েছে, যা দ্রুত ডেটা রিড এবং রাইট স্পিড নিশ্চিত করে।

এই ফ্ল্যাগশিপ চিপস মাল্টি টাস্কিং খুব স্মুথ হয়, দ্রুত গতিতে আপলিকেশন লঞ্চ এবং পরিচালনা করা যায়। সব চেয়ে বড় ব্যাপার হলো গেমিং এর জন্য এটা দারূন পারফরম্যান্স নিশ্চিত করে।

ক্যামেরা

Galaxy S23 এর ক্যামেরা সেরা মানের ছবি ক্যাপচার করতে সক্ষম। ডায়নামিক রেঞ্জে ছবি তুলার জন্য এটি বেশ জনপ্রিয় এবং অন্যান্য ফোন যেমন আইফোন ও পিক্সেলের চেয়েও ভালো। এতে তার পূর্বসূরির মতো একটি 50MP প্রধান ক্যামেরা (f/1.8), যা অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) সমর্থন কর। একটি 12MP (f/2.2) আল্ট্রা-ওয়াইড ক্যামেরা এবং পিছনে একটি 10MP(f/2.4) টেলিফটো লেন্স রয়েছে, সাথে একটি 12MP সামনের ক্যামেরা রয়েছে। যেখানে সামনের ক্যামেরা আগের চেয়ে উন্নত। প্রধান ক্যামেরা মতো ই ডায়মানিক রেঞ্জে দুর্দান্ত ছবি তোলে।

12MP আল্ট্রা-ওয়াইড লেন্সটি সাধারণত দিনের আলোতে ভালো কাজ করে, তবে এই লেন্সে ডিটেইল এবং উজ্জ্বলতা কিছুটা কমে যায়। অন্যদিকে, পোর্ট্রেট মোডে 10MP টেলিফটো লেন্স ব্যবহার করে আলোর মধ্যে পোর্ট্রেট শট নেওয়া সম্ভব। তবে, একদম কম আলোতে তোলা পোর্ট্রেট শটগুলোর ছবিতে কিছুটা দানাদার ভাব আসে।

টেলিফটো লেন্সটি 3x অপটিক্যাল জুম এর এবং এটি দিয়ে তোলা ছবিতে ডিটেইল ধরে রাখার দক্ষতা বেশ ভালো। এ ক্ষেত্রে সেটা S22, Pixel 7 বা iPhone 14 এর চেয়েএর চেয়ে উন্নত ।

সেন্সর থাকায় স্যাচুরেটেড রঙ ও বিস্তৃত ডাইনামিক রেঞ্জে ইনডোর এবং আউটডোরে ছবি গুলো খুব আকর্ষণীয় ভাবে ক্যাপচার করা যায়।

Samsung Galaxy S23 সিরিজের সমস্ত মডেল একটি উন্নত নাইট মোডের কম নয়েজ ন্যূনতম এবং আশ্চর্ভাবে কম-আলোর ছবি তুলতে উন্নত অ্যালগরিদম ব্যবহার করে। ক্যামেরাগুলি প্রতি সেকেন্ডে 24 ফ্রেমে 8K ভিডিও রেকর্ডিংকে সমর্থন করে, যা ব্যবহারকারীদের উচ্চ-রেজোলিউশনের ফুটেজ ক্যাপচার করতে সহায়তা করে।

কানেক্টিভিটি

Samsung galaxy s23 – স্মার্টফোন টি ব্যবহারকারীদের বহুমুখী কানেক্টিভিটির ব্যবস্থা দিয়ে থাকে। যা একজন ব্যবহার কারি তার প্রয়োজন অনুযায়ী সে ফিচার গুলো থেকে সুবিধা নিতে পারবেন। Bluetooth এর ভার্সন 5.3। যার জন্য অতিদ্রুত অন্য ডিভাইসের সাথে সংযোগ নেওয়া সম্ভব এবং ব্যাটারি পাওয়ার কম খরচ হয়।

Galaxy S23 এ Qualcomm Snapdragon X70 মডেম রয়েছে, যা 5G, 4G এবং Wi-Fi সংযোগকে উন্নতমানের করে তোলে। 5G সংযোগে এটি সব প্রয়োজনীয় ব্যান্ডগুলো সাপোর্ট করে। 5G নেটওয়ার্ক ডাউনলোড এবং আপলোড এর গতি দ্রুত করে, যা ভিডিও স্ট্রিমিং, গেমিং, বড় ফাইল ট্রান্সফার এবং অনলাইন কার্যকলাপের জন্য আদর্শ।

Galaxy S23 এ Wifi 6E প্রযুক্তি রয়েছে, যা আগের Wifi 6 থেকে আরও দ্রুত এবং স্থিতিশীল। একটি দ্রুত Xfinity Wifi রাউটারের মাধ্যমে Galaxy S23 প্রায় 819Mbps ডাউনলোড স্পিড পেয়েছে। এটি iPhone 14 Pro Max-এর তুলনায় কিছুটা বেশি।

এতে রয়েছে USB Type C 3.2 ক্যাবল যা ফাস্ট চার্জিং, দ্রুত ডাটা ট্রান্সফার এবং টিভি বা অন্যান্য ডিসপ্লে তে সংযোগ দেওয়া যায়। এর NFC এর মাধ্যমে কানেক্টলেস পেমেন্ট যেমন samsung pay দ্রুততার সাথে করা যায়। ফোনটির GPS, GLONASS, BDS, এবং Galileo এর সংযোগ নির্দিষ্ট লোকেশন নির্ভুল ভাবে চিহ্নিত করতে সক্ষম।

অডিও ভিডিও

Samsung Galaxy S23 এ রয়েছে দুটি স্পিকার (১ টি সামনের নীচের-স্ক্রীনে, ১ টি নীচের দিকে)। এতে কোন জ্যাক অডিও আউটপুট নেই। ব্লুটুথ 5.3 এর সাহায্যে তারহীন হেডফোন এবং স্পিকারের সাহায্যে সংযোগ ব্যাটারির উপর চাপ কমায়। ফোনটিতে ডলবি অ্যাটমস প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। যার ফলে কোন রেকর্ড শব্দ শোনা বা গেমিং, ভিডিও ভিউয়ের সময় 3D ইফেক্ট পাওয়া যায়। আর গেমিং বা ভিডিও স্ট্রিমিংয়ের অভিজ্ঞতাকে আরও বেশি ইমমের্সিভ এবং রিচ করে তোলে।

Samsung Galaxy S23 – এর ডিসপ্লে 1440 x 3088 পিক্সেল রেজোলিউশন এবং রিফ্রেশ রেট ১২০ HZ, তাই ভিডিও প্লে করলে খুব জীবন্ত মনে হয়। তাছাড়া এতে HDR10+ সাপোর্ট রয়েছে, যা ভিডিওয়ের রঙ, কন্ট্রাস্ট ও উজ্বলতা ভালো ভাবে ফুটিয়ে তোলে।

সিকিউরিটি

Samsung Galaxy S23 -এর নিরাপত্তা ব্যবস্থা সর্বোচ্চ শক্তিশালী। যার কারণের ব্যবহারকারীর সকল গুরুত্বপূর্ন ডেটা নিরাপদ থাকে। Galaxy S22 এর চেয়ে Galaxy S23 তে নিরাপত্তা বা সিকিউরিটি ব্যবস্থা আপগ্রেড হয়েছে।

এই স্মার্টফোনে সংযোজিত নতুন ফিচারটি হচ্ছে মেসেজ গার্ড সিস্টেম।যার দ্বারা জিরো- ক্লিক এটাক থেকে সুরক্ষা পাওয়া যায়। এই সিস্টেম সন্দেহ যুক্ত ছবি কে আলাদা / ব্লক করে রাখে যেন ক্ষতিকর ভাইরাস ছড়িয়ে না পড়ে। এটা ডিভাইসে ডিফল্টভাবে থাকে, যেন আলাদা সেট করা না লাগে। তাছাড়া এই ডিভাইসে রয়েছে Samsung Knox সিকিউরিটি সাইবার আক্রমণ থেকে ফোনকে রক্ষা করে। ফলে এই স্মার্টফোনের হার্ডয়্যার ও সফটওয়্যার থাকে নিরাপদ থাকে।

ব্যাটারি এবং চার্জিং

Samsung galaxy s23 ultra স্মার্টফোনটিতে রয়েছে উচ্চক্ষমতা সম্পন্ন একটি ফিক্সড 3,900 mAh এর ব্যাটারি। এটি একবার চার্জ করে নিলে চার্জ প্রায় 6 ঘন্টা স্থায়ী হয়। এটার সারা দিনের জন্য অডিও, ভিডিও প্লে, গেমিং, স্ক্রোলিং ইত্যাদির জন্য যথেষ্ট ব্যাক আপ দিয়ে থাকে। তাছাড়া এর পাওয়ার অপ্টিমাইজ করার মাধ্যমে অনেক ব্যাটারি পাওয়ার সাশ্রয় করার ফিচার রয়েছে।

এতে রয়েছে ২৫ W ফাস্ট চার্জিং ব্যবস্থা । ৩০ মিনিট সময়ে সেটা ব্যাটারির ৫০% পর্যন্ত চার্জ করতে পারে। এছাড়াও, এটি 15W ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করে, যা তারবিহীন চার্জিংয়ের জন্য সুবিধাজনক। এর সঙ্গে, 4.5W রিভার্স ওয়্যারলেস চার্জিং ফিচারও আছে, যার মাধ্যমে অন্য কোনো ডিভাইস (যেমন, ইয়ারফোন বা অন্য স্মার্টফোন) চার্জ করতে পারবেন।

এর হয়ত ব্যাক আপ সিস্টেম সন্তোষজনক নয়। হালকা কল বা ইন্টারনেট ব্রাউজিং পূর্ণ চার্জে ৮-১২ ঘন্টা ব্যাক আপ দিতে সমর্থ। কিন্তু গেমিং, বড় বড় এপ্লিকেশন চালনা, বা অন্যান্য ভারী ব্যবহারে গড়ে ৫-৭ ঘন্টা চলবে। যা ছোট কম্প্যাক্ট ফোন হিসেবে বেশ সন্তোষ জনক। তবে, কিছু ফিচার ব্যবহার করে ব্যাটারির সাশ্রয় করা যায়।

AI ফিচার

ব্যবহারের সুবিধার্থে Samsung Galaxy S23 স্মার্টফোনে বেশ কিছু উন্নত AI যোগ করা হয়েছে। যা এর ব্যবহারে নতুন অভিজ্ঞতা যোগ কর। বিশেষ করে ক্যামেরা, ব্যাটারি অপ্টিমাইজেশন এবং ব্যক্তিগত সহায়তায়।

এর AI ফিচার রিয়েল টাইম ক্যামেরা সেটিং সামঞ্জস্য করে অবজেক্টকে ফোকাস করতে পারে। এর কারণে ফটোগুলো আরো উন্নত ও জীবন্ত হয়ে উঠে। কম আলোতে এবং পরিবেশের নয়েজ কমিয়ে ফটো ও ভিডিও শুট করতে AI সহায়তা করে।

এই ফিচার ব্যাকগ্রান্ডের বিষয় গুলো ব্লার করে অবজেক্টকে স্পষ্ট ভাবে সনাক্ত করতে পারে, ফলে 12 MP এর সেলফি ক্যামেরায় ছবি iPhone 14 থেকে ও ভালো হয়। আবার ব্যাটারি লাইফ ও বৃদ্ধি করা যায় এই ফিচার ব্যবহার করে।

Samsung Galaxy S23 এর গেম বুস্টার, একটি AI-ভিত্তিক বৈশিষ্ট্য। নির্দিষ্ট গেম এবং গেমপ্লে প্যাটার্নের উপর ভিত্তি করে পাওয়ার, তাপমাত্রা এবং মেমরি রিসোর্স সামঞ্জস্য করে গেমিং সেশনের সময় পারফরম্যান্সকে অপ্টিমাইজ করে।

প্রাইসিং

Samsung Galaxy S22 (128GB ভেরিয়েন্ট) বাংলাদেশে অফিসিয়াল মূল্য প্রায় আনুমানিক 103,000 টাকা। আবার 256GB স্টোরেজ এর জন্য আরেকটু বেশি খরচ হবে।

তবে একই মডেলের আনঅফিসিয়াল মূল্য প্রায় প্রায় 65,000 টাকায়। যা কিছুটা কম হতে পারে।
অফিসিয়াল মূল্য বেশি হলে ও এটা গ্রাহককে ওয়ারেন্টি সহ বিক্রয়ের পর পরিষেবা দিয়ে থাকে কোম্পানি, কিন্তু কম মূল্যে আন অফিসিয়ালি ক্রয় করা হলে এই সুবিধা পাওয়া যাবে না।

যেহেতু এই স্মার্ট ফোনের মূল্য বাড়ে/কমে ,সুতরাং ক্রয় করার আগে বিশস্ত ই-কমার্স ওয়েবসাইটে এর মূল্য তালিকা দেখে নেওয়া উচিত।

রেকমেন্ডেশন

স্যামসাং এর ফ্ল্যাগশিপ স্মার্টফোনের নতুন সংস্করন মার্কেটে এসেছে। নতুন সংস্করণ আসার কারণে পুরনো মডেলগুলোর মূল্য কমে যায়। এইজন্য ২০২৩ সালে রিলিজ হওয়া Samsung Galaxy S23 ফোন টি ক্যামেরা ফোন হিসেবে এখন অনেকের জন্য লাভজনক হতে পারে।

এটি এখনো বেশ আকর্ষণীয় এবং কার্যকরি। সাধারণত এই স্মার্ট ফোন গুলোর দাম শুরুর তুলনায় পরে অনেক কমে যায়। সাশ্রয়ী মূল্যে, শক্তিশালী প্রসেসর এবং উন্নত ফিচারের আকর্ষণীয় স্মার্টফোন কিনতে চাইলে এই Samsung Galaxy S23 হতে পারে উত্তম বিকল্প। এটি শুরুর দামের তুলনায় এখন কম বাজেটে পাওয়া যাচ্ছে।

Samsung Galaxy S23 এর ক্যামেরা ফিচার এবং সেলফি ক্যামেরা অপশনগুলো অনেকের কাছেই ভালো মানের ছবি তোলার সহায়ক। আর এর শক্তিশালী প্রসেসর গেমারদের কাছে অনেক জনপ্রিয়। অনেক ফটোগ্রাফার ও গেমার Galaxy S23 কে 4.5 স্টার রেটিং দিয়েছেন, যা তার ক্যামেরা পারফরম্যান্স এবং ডিজাইনকে বিশেষভাবে মূল্যায়িত করে।


Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *