গড় স্কোর ৯.৩৮
আমাদের স্কোরিং সিস্টেম দ্বারা টেস্ট করা হয়েছে
০৯
পারফরমেন্স
০৯
ডিজাইন
০৯
ডিসপ্লে
১০
স্টোরেজ
১০
ক্যামেরা
১০
সিকিউরিটি
০৯
ব্যাটারি
০৯
বাজেট ফ্রেন্ডলি
কিছু সাধারণ প্রশ্ন
বাংলাদেশে Samsung Galaxy S23 FE এর দাম কত?
Variant 8 / 128 GB (Exynos) – 50,000 TK
Variant 8 / 256 GB (Exynos) – 53,000 TK
Variant 8 / 128 GB (Snapdragon) – 65,000 TK
Variant 8 / 256 GB (Snapdragon) – 68,000 TK
Storage
128 GB/ 256 GB
RAM
8 GB
Main Camera
50+8+12 MP
Front Camera
10 MP
Display
6.4” 1080×2340 p
Battery
Li-Ion 4500 mAh
Samsung Galaxy S23 FE হলো ফ্যান এডিশন লাইন আপের সর্বশেষ সংযোজন। যা ফ্ল্যাগশিপ পারফরম্যান্স ও বাজেটের মধ্যে দারুন কম্বিনেশন বজায় রাখে। সামস্যাং এর এই স্মার্টফোনের সিরিজ টি লঞ্চ হয় ৪ অক্টোবর ২০২৩ সালে এবং তা পরের দিন থেকে ই অর্থাৎ বাজারে এভেইলেবল হয় ৫ অক্টোবর ২০২৩ সালে। উল্লেখ্য যে, সামসাং তার আগের S22 FE মার্কেটে ছাড়তে পারেনি, তবে তা শীঘ্র ই রিলিজ হওয়ার কথা।
Galaxy S23 FE স্মার্টফোনের রয়েছে 6.4 ইঞ্চি ডায়নামিক AMOLED 2X ডিসপ্লে সহ প্রাণবন্ত রঙ, HDR10+ সাপোর্টেড এবং একটি স্মুথ 120Hz রিফ্রেশ রেট সহ অত্যাশ্চর্য ভিজ্যুয়াল প্রদান করে। এটি ভিডিও প্লে, গেমিং এবং দৈনন্দিন ব্যবহারের জন্য আদর্শ। ২০৯ গ্রাম ওজনের জন্য ভারী অনুভূত হয়, যা টেকসই ও মজবুতি নির্দেশ করে। এটিতে রয়েছে গরিলা গ্লাস ৫ এবং পিছনে রয়েছে এলুমিনিয়ামের ফ্রেম। এর IP68 রেটিং এর জন্য এটি পানি ও ধূলা থেকে সুরক্ষিত থাকে।
S23 FE স্মার্টফোন আলাদা ভেরিয়েন্ট Snapdragon 8 Gen 1(USA) এবং Exynos 2200( আন্তর্জাতিক) চিপসেট দ্বারা পরিচালিত বিরামহীন মাল্টি টাস্কিং এবং গেমিং এর জন্য দারুন জনপ্রিয়। তাছাড়া উন্নত প্রসেসরের কারণে তা শক্তিশালী ও উচ্চ অভিজ্ঞতা দিয়ে থাকে। এতে 4nm চিপসেটের সাথে 4500 mAh Li-Ion ব্যাটারি রয়েছে, যা আগের মডেলের তুলনায় আরও দীর্ঘ ব্যাটারি লাইফ দেয়। পাশাপাশি, উন্নত পাওয়ার ম্যানেজমেন্ট এবং 25W তারযুক্ত ফাস্ট চার্জিং সাপোর্ট এটিকে ব্যবহারকারীদের জন্য সুবিধাজনক করেছে। তাছাড়া এতে রয়েছে ওয়ারলেস ও রিভার্স চার্জিং সাপোর্ট।
স্মার্টফোনটির ক্যামেরা সিস্টেমে তার পূর্বসূরি, S21 FE এর তুলনায় উল্লেখযোগ্য উন্নতি হয়েছে। এতে আছে একটি 50 এমপি প্রাথমিক ক্যামেরা যা কম আলোতে ফটোগ্রাফির জন্য ব্যবহার করা যায়। নাইটোগ্রাফি, AI পোর্ট্রেট মোড, এবং সিন অপ্টিমাইজার এর মতো এআই ফিচার দ্বারা উচ্চমানের, ভারসাম্যপূর্ণ এবং প্রাণবন্ত ফটোগুলি নিশ্চিত করে। 8 মেগাপিক্সেল টেলিফোটো লেন্স 3x অপটিক্যাল জুম সমর্থন করে, এবং 12 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড লেন্স বিস্তৃত শট ক্যাপচার করে, এটি ফটোগ্রাফি উৎসাহীদের কাছে বেশ আকর্ষণীয়।
Samsung Galaxy S23 FE অ্যান্ড্রয়েড 13-এর উপর ভিত্তি করে ”One UI 5.1” সফটওয়্যার সাপোর্টেড, যা ব্যবহারকারীদের জন্য একটি স্মুথ এবং আধুনিক অভিজ্ঞতা নিশ্চিত করে। স্যামসাং এই ডিভাইসটিতে দীর্ঘমেয়াদী আপডেটের প্রতিশ্রুতি দিয়েছে, যার মানে এটি ভবিষ্যতে অনেকদিন পর্যন্ত সফটওয়্যার সাপোর্ট পাবে। নিরাপত্তার দিক থেকে, ফোনটিতে Samsung Knox এবং Message Guard অন্তর্ভুক্ত করা হয়েছে। Knox সিস্টেমটি ব্যবহারকারীর তথ্যকে সাইবার হুমকি থেকে সুরক্ষা দেয়, এবং Message Guard জিরো-ক্লিক আক্রমণ থেকে রক্ষা করার জন্য সন্দেহজনক ফাইল এবং মেসেজকে ব্লক করতে সক্ষম।
Galaxy S23 FE একটি ফ্ল্যাগশিপের মতো অভিজ্ঞতা প্রদান করে, যদিও এর চার্জিং গতি তুলনামূলকভাবে কিছুটা ধীর। তবে, এর শক্তিশালী পারফরম্যান্স, উন্নত ক্যামেরা ফিচার, এবং চমৎকার ডিজাইন এটিকে 2023 সালে সেরা সাশ্রয়ী স্মার্টফোনগুলোর একটি করে তুলেছে। যারা বাজেটের মধ্যে ফ্ল্যাগশিপের অভিজ্ঞতা খুঁজছেন এমন ব্যবহারকারীদের জন্য একটি দুর্দান্ত অপশন।
সুবিধা
- টেকসই এবং মজবুত বিল্ড
- আলাদা আলাদা চমৎকার রঙ
- ডিজাইন S23 আল্ট্রা এর সাথে সিমিলার
- সাশ্রয়ী মূল্যে উন্নত কোয়ালিটির
অসুবিধা
- এটা বহনে বেশ ভারী এবং আকারে বড়
- ফ্রেম বড় এবং পুরু
- ক্যামেরা S23 এর মতো দুর্দান্ত নয়
- 25 W এর চার্জিং ব্যবস্থা (স্লো চার্জিং)
ব্যাখ্যামূলক রিভিউতে থাকছে
পারফরমেন্স | ডিজাইন | ডিসপ্লে | হার্ডওয়্যার | ক্যামেরা | AI ফিচার | কানেক্টিভিটি | অডিও ভিডিও | সিকিউরিটি | ব্যাটারি | প্রাইসিং | রেকমেন্ডেশন
কোন মোবাইল ফোনকে একচেটিয়াভাবে ভালো অথবা খারাপ বলা যায়। ফ্ল্যাগশিপ মোবাইল ব্যবহারে এই কম্প্রোমাইজ করতেই হয়। তবে Samsung Galaxy S23 FE যা ফ্ল্যাগশিপ-লাইট পারফরম্যান্সের অনেক টাই উপযুক্ত। তবে S23 FE স্মার্টফোন ব্যবহারে এন্ড্রয়েডের বেস্ট সফটওয়্যার এর অভিজ্ঞতা পাওয়া যায়। এই স্মার্টফোন লঞ্চ হওয়ার পর বেশ জনপ্রিয় ছিলো তার ফ্ল্যাগশিপ লেভেলের পারফরম্যান্স ও ক্যামেরা অফারের জন্য। উন্নত পারফোরম্যান্স, ক্যামেরা এবং অন্যান্য প্রিমিয়াম ফিচার সমন্বিত এই মোবাইলকে পছন্দের তালিকায় রাখা যায়।
পারফরমেন্স
Samsung Galaxy S23 FE স্মার্টফোনের পারফরম্যান্স মূলত এর দুটি চিপসেট ভেরিয়েন্টের উপর নির্ভর করে। মার্কিন বাজারে ব্যবহারকারীদের জন্য এই মডেলে রয়েছে Snapdragon 8 Gen 1 প্রসেসর যা Adreno 730 এর GPU ভিত্তিক। এটি সিপিইউ ক্লক স্পিড, স্থিতিশীলতা এবং গ্রাফিক্স পারফরম্যান্সে শীর্ষস্থানীয়। বিশেষ করে গেমিং এবং ভারী অ্যাপ্লিকেশন ব্যবহারে এটি অনন্য। অন্যদিকে, আন্তর্জাতিক বাজারের জন্য Exynos 2200 চিপসেট যুক্ত করা হয়েছে, যা উন্নত গ্রাফিক্স এবং লো ল্যাটেন্সি গেমিং নিশ্চিত করতে AMD RDNA2 ভিত্তিক Xclipse 920 GPU ব্যবহার করে। দুটি চিপসেটই 4nm আর্কিটেকচারে নির্মিত, যা শক্তি-দক্ষতা এবং উচ্চ কর্মক্ষমতার একটি নিখুঁত সমন্বয়।
S23 FE আগের মডেল S21 FE এর তুলনায় স্পষ্টতই উন্নত। S21 FE-তে ব্যবহৃত হয়েছিল Exynos 2100 এবং Snapdragon 888 চিপসেট, যা কর্মক্ষমতার দিক থেকে বর্তমান S23 FE-এর চিপসেটের তুলনায় কম দক্ষ। নতুন চিপসেটের সংযোজন Samsung-এর S সিরিজকে আরও শক্তিশালী এবং প্রতিযোগিতামূলক করেছে।
অপারেটিং সিস্টেমের ক্ষেত্রেও S23 FE একটি বড় উন্নতি নিয়ে এসেছে। S21 FE তে Android 12 অপারেটিং সিস্টেম ছিল, যা One UI 4.1 ইন্টারফেসসহ এসেছিল এবং পরবর্তীতে One UI 5.1-এ আপগ্রেডের সুযোগ পেয়েছিল। কিন্তু S23 FE সরাসরি Android 13 এবং One UI 5.1 সমন্বিত।
Samsung S23 FE ব্যবহারকারীদের উন্নত ফিচার, নিরাপত্তা আপডেট এবং আরও ভালো সিস্টেম অপ্টিমাইজেশন প্রদান করে। এর স্টোরেজ 8GB RAM বিশিষ্ট যা ভারী এপ্লিকেশন, ফাইল, লিংক এবং গেমিং এর জন্য দ্রুততার সাথে কাজ করে। ফলে স্মার্টফোন ব্যবহারের অভিজ্ঞতা আরও স্মুথ এবং কার্যকর হয়েছে।
ডিজাইন
Samsung S23 FE এর ডিজাইনে সামস্যাং তার ফ্ল্যাগশিপের ধারাবাহিক ঐতিহ্য বজায় রেখেছে। তাদের সিরিজের প্রত্যেক টা মডেলের লুক প্রায় সিমিলার। S23 FE এর ডিসপ্লে 6.4 ইঞ্চি Dynamic AMOLED 2X, যা 1080p রেজোলিউশন সহ এক চমৎকার ভিজ্যুয়াল অভিজ্ঞতা প্রদান করে। তবে কিছু বেজেল রয়েছে, যার কারনে ফ্ল্যাগশিপ ডিজাইনকে খানিকটা ক্রস করে , তবে তা সামগ্রিক ডিজাইনের তুলনায় নগন্য । উপরে 10 MP এর সেলফি ক্যামেরার জন্য একটি ছোট পাঞ্চ-হোল রয়েছে যা একটু চোখে লাগে।
S23 FE এর ফ্রেম অ্যালুমিনিয়াম (ম্যাট) দ্বারা নির্মিত, যা পূর্ববর্তী S21 FE এর প্লাস্টিক ব্যাক প্যানেলের তুলনায় একটি বড় আপগ্রেড। ফোনটির সামনে এবং পিছনে দুটি Gorilla Glass 5 প্যানেল ব্যবহার করা হয়েছে, যার কারণে এটি টেকসই। তবে স্মার্টফোনটি 8.22 মিমি পুরু, যা বেশ কিছুটা মোটা মনে হয় এবং এর 209 গ্রাম ওজন এটিকে আরও ভারী করে তোলে। যেখানে S21 FE চেয়ে ৩২ গ্রাম বেশি। ঘন চ্যাসিস এবং উচ্চ ওজন হওয়া সত্ত্বেও এটি প্রিমিয়াম লুক দেয়।
এই ফোনটি IP68 রেটিং সহ আসছে, যা জল এবং ধুলো প্রতিরোধী। এর ফ্রেম ব্রাশ করা অ্যালুমিনিয়াম দিয়ে তৈরি, যা হাতে ধরতে বেশ আরামদায়ক, যদিও এর গ্রিপ খুব শক্তিশালী নয়। ডিজাইনটি ফ্ল্যাট এবং সরল যা ফোনটিকে ব্যবহারকারীদের জন্য আরামদায়ক এবং স্টাইলিশ করে তোলে। ডিসপ্লের নিচের দিকে অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার রয়েছে যা দ্রুত এবং যথাযথভাবে কাজ করে, এবং এটি বেশ নির্ভরযোগ্য।
এর ডানপাশে উপরে পাওয়ার এবং নিচে ভলিউম বাটন রয়েছে। যা খুবই প্রতিক্রিয়াশীল যা ব্যবহারকারীদের জন্য সহজ ও আরামদায়ক। নিচের দিকে রয়েছে ডুয়াল ন্যানো সিম কার্ড স্লট, যেখানে দুটি ফিজিক্যাল সিম অথবা একটি ফিজিক্যাল সিম এবং একটি ই-সিম ব্যবহার করা যাবে। তবে মেমোরি কার্ডের জন্য আলাদা কোন স্লট দেওয়া নাই। নিচের দিকে দুটি মাইক্রোফোন, USB-C পোর্ট, এবং একটি দ্বিতীয় স্পিকার রয়েছে। যা ফোনের সাউন্ড কোয়ালিটি এবং চার্জিং সুবিধা নিশ্চিত করে।
এর পিছনে তিনটি ক্যামেরা রয়েছে: একটি 12MP আল্ট্রাওয়াইড ক্যামেরা, একটি 50MP প্রাইমারি ক্যামেরা এবং একটি 8MP 3x টেলিফটো ক্যামেরা। এই ক্যামেরাগুলি একটি সিলভার রিং দ্বারা হাউজিং বা বেষ্টন করা , যা ফোনের পিছনকে আরও আকর্ষণীয় এবং আধুনিক দেখায়।
এই স্মার্টফোনের রঙের বৈচিত্র্য অসাধারণ, যেগুলো এটিকে সহজেই অন্য স্মার্টফোন থেকে আলাদা করে তোলে। বেগুনি, মিন্ট, ক্রিম, গ্রাফাইট, ট্যানজারিন এবং ইন্ডিগো রঙের মধ্যে রয়েছে যাতে গ্রাহকেরা তাদের ব্যক্তিত্বের সাথে মিলিয়ে পছন্দ করতে পারবেন।
ডিসপ্লে
ডিসপ্লের ক্ষেত্রে তেমন কোন আপগ্রেড হয় নি। S21FE এর মতোই Samsung Galaxy S23 FE একটি 6.4 ইঞ্চি ডায়নামিক AMOLED 2X ডিসপ্লে দিয়ে সজ্জিত। Galaxy S23 FE এর ডিসপ্লে HDR10+ প্রত্যয়িত, যা এর রঙ এবং কনট্রাস্টের মান উন্নত করে। এটি 1450 নিট পর্যন্ত সর্বোচ্চ উজ্জ্বলতা সাপোর্ট করে, যার ফলে আপনি সূর্যের আলোতেও এই ডিসপ্লেকে অনেক স্পষ্ট ও ঝকঝকে দেখায়। এর রিফ্রেশ রেট 120Hz রিফ্রেশ রেট হওয়ায় স্ক্রোলিং এবং UI তে নেভিগেশন আরও মসৃণ এবং দ্রুত হয়, এবং গেমিংয়ের সময়ও একটি নিখুঁত অভিজ্ঞতা প্রদান করে। ডিসপ্লের স্বচ্ছতা ও তীক্ষ্ণতা খুব ভালো শুধুমাত্র বেজেলের ডিজাইনের কারনে কিছুটা হতাশা জনক অনুভূতি হতে পারে।
হার্ডওয়্যার এবং স্টোরেজ
Samsung Galaxy S23 FE এর শক্তিশালী হার্ডওয়্যার ও উন্নত স্টোরেজ এর জন্য এই স্মার্টফোন বাজারের সেরা একটি স্মার্টফোনের ক্যাটাগরিতে রয়েছে।
Galaxy S23 FE এর দুটি চিপসেট, যার একটি Qualcomm Snapdragon 8 Gen 1 যা USA ভার্সনে এবং অন্যটি Exynos 2200 যা ইন্টারন্যাশনাল ভার্সনে। এই দুটি চিপসেট ই শক্তিশালী কর্মদক্ষতা ও গেমিং সুবিধা দিয়ে থাকে। আবার Exynos ভার্সনে Xclipse 920 GPU এবং Snapdragon ভার্সনে Adreno 730 GPU রয়েছে যা উন্নত গ্রাফিক্স প্রদান করে।
Samsung Galaxy S23 FE এ 8GB RAM রয়েছে, যা একসাথে অনেক এপ্লিকেশন চালাতে সক্ষম। এর দুটি ভেরিয়েন্ট রয়েছে যার মধ্যে একটি 128GB 8GB RAM এবং অন্যটি 256GB 8GB RAM। প্রথম ভ্যারিয়েন্টে অনেক বেশি ছবি বা ভিডিও স্টোর করতে সীমিত হলে ও দ্বিতীয় ভেরিয়েন্ট অনেক বেশি স্টোর দিয়ে থাকে, ছবি, ভিডিও, বড় বড় ফাইল ও গেম ইন্সটল করার জন্য।
ক্যামেরা
Samsung Galaxy S23 FE তে একটি ট্রিপল ক্যামেরা সেটআপ রয়েছে যা আগের S21 FE এর মতোই। তবে ক্যামেরার রেজোলিউশন ও ফিচারে অনেক সংস্কার ও পরিবর্তন এসেছে।
প্রধান ক্যামেরাটি 50 মেগাপিক্সেলের, যার অ্যাপারচার f1.8 এবং OIS (Optical Image Stabilization) সাপোর্ট করে। যা পূর্বসূরী S21 FE এর ক্যামেরা 12 MP, f/1.8 এর চেয়ে বেশ উন্নত।
এছাড়া, 8 মেগাপিক্সেলের একটি টেলিফটো ক্যামেরা রয়েছে, যা f2.4 অ্যাপারচার এবং 3x অপটিক্যাল জুম সমর্থন করে। এটি 75mm ফোকাল রেঞ্জ এবং OIS সাপোর্ট করে। তৃতীয়টি 12 মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড ক্যামেরা, যার অ্যাপারচার f2.2। এই দুটি ক্যামেরাতে অবশ্য S21 FE থেকে কোন উন্নতি লাভ করে নি।
ডে-লাইটে প্রাইমারি ক্যামেরা থেকে নেওয়া ছবিগুলো শার্প এবং ভালো ডিটেলড হয়। পোর্ট্রেট মোড ছাড়া ব্লার ইফেক্টও চমৎকার। টেলিফটো ক্যামেরা রঙের ভারসাম্য বজায় রাখলেও ছবিগুলো কিছুটা ঝাপসা হয়ে থাকে । আল্ট্রা-ওয়াইড ক্যামেরা রঙের স্কিম বজায় রাখে, তবে কোণগুলোতে বিকৃতির প্রবণতা দেখা যায়। ক্যামেরাগুলো 8K 24fps এবং 4K 60fps পর্যন্ত ভিডিও শুট করতে সক্ষম।
সেলফি ক্যামেরাতে 10MP এর সেন্সর রয়েছে। আর তার পূর্বের মডেল S21FE এর 32MP এর ক্যামেরা যা S23FE এর চেয়ে বেশি রেজোলিউশন প্রদান করে। তবে S21 FE এর সেলফি ক্যামারার চেয়ে S23FE এর সেলফি ক্যামেরা আরও ভাল পারফর্ম করে৷। কারণ S23 FE এর উন্নত সফটওয়্যার প্রসেসিংয়ের কারণে ভালো রঙ এবং ডিটেইলস এর ছবি পাওয়া যায়, যেখানে S21 FE এর ছবি কৃত্রিম লাগে।
এই ডিভাইসের ক্যামেরা 4K 60fps ভিডিও শুটিং সাপোর্ট করে। রাতে OIS ভালো কাজ করে, যদিও আল্ট্রা-ওয়াইড শটে কিছু গোলমাল লক্ষ্য করা যায়। ভিডিওর ক্ষেত্রে এটি স্থিতিশীল এবং ডিটেলড ফলাফল দেয়।
AI ফিচার
Samsung Galaxy S23 FE উন্নত AI অফার করে যা স্মার্টফোনের ব্যবহার সহজ করে। তার পূর্ববর্তী S21 FE এর চেয়ে ফিচার গুলো আরো উন্নত হয়েছে, কিছু নতুন ফিচার যুক্ত হয়েছে।যার কারনে S23FE আরো স্মার্ট অভিজ্ঞতা প্রদান করে। ক্যামেরা, ব্যাটারি, সিকিউরিটি, পারফরম্যান্স এবং কানেক্টিভিটি ফিচার সমূহ আগের S21 FE এর চেয়ে উন্নত হয়েছে। তাছাড়া এতে যুক্ত হয়েছে লাইভ ট্রান্সলেশন, সার্কেল টু সার্চ, ফটো অ্যাসিস্ট, চ্যাট অ্যাসিস্ট AI ফিচার সমুহ। ফলে এই স্মার্টফোন ব্যবহারে আরো স্মার্ট হয়েছে।
এর AI-চালিত ক্যামেরার ছবিতে সিন অপ্টিমাইজার রয়েছে। যা ছবিকে শনাক্ত করে এবং সেটিং এ ভারসাম্য বজায় রাখে। প্রতিটি ছবির জন্য উপযুক্ত রঙ, এক্সপোজার এবং শার্পনেস সমন্বয় করে যাতে ছবিগুলো আরো বেশি জীবন্ত লাগে। এতে রয়েছে AI পোর্ট্রেত মুড, এই ফিচার ক্যামেরায় ব্যাকগ্রাউন্ড ও সাবজেক্টকে সুন্দর ভাবে ক্যাপচার করে। তাছাড়া নাইটোগ্রাফির মাধ্যমে রাতের ছবিতে কম আলো হলেও AI স্বয়ংক্রিয়ভাবে আলোর ঘাটতি ভালো মানের ছবি তোলে। S23 FE এ AI Noise Reduction এবং Super HDR উন্নত করা হয়েছে, যা S21 FE তে সীমিত ছিল। তাই এই ডিভাইস দিয়ে যে কোন অবস্থায় ভালো মানের ভিডিও করা যায়।
S23 FE স্মার্ট ফোনে রয়েছে AI Adaptive Battery Management, যা আগের চেয়ে উন্নত। ফলে হেভি ব্যবহারেও বাট্যারি দ্রুত শেষ হয় না। S23 FE তে AI-চালিত Performance Optimizer রয়েছে যা CPU এবং GPU কে স্বয়ক্রিয়ভাবে চালায়। যার কারণে মসৃণ মাল্টিটাস্কিং এবং গেমিংয়ের জন্য এই ডিভাইস টি পারফেক্ট। তাছাড়া Vision Booster AI ডিসপ্লে প্রযুক্তি যুক্ত হয়েছে যা ডিসপ্লের উজ্জ্বলতা ও কালারের ব্যালেন্স করে।
সিকিউরিটি সিস্টেমের জন্য AI ফিচার আরো জোরদার হয়েছে। Samsung Knox AI Threat Detection উন্নত হওয়ায় সাইবার আক্রমণের আশঙ্কা কম এবং নতুন Message Guard নামক AI ফিচার যুক্ত হয়েছে, যা সন্দেহ জনক ফাইল ও ছবি ব্লক করে।
S23 FE তে AI Wi-Fi Optimizer যুক্ত হয়েছে যা দ্রুত ও নির্ভরযোগ্য ইন্টারনেট সংযোগ নিয়ন্ত্রন করে।
কানেক্টিভিটি
Samsung Galaxy S23 FE 5G আধুনিক এবং উন্নত কানেক্টিভিটি ফিচার দিয়ে সজ্জিত। পূর্ববর্তী S21 FE এর চেয়ে বেশ কিছু কানেক্টিভিটি ফিচারে উন্নতি হয়েছে। S23 FE তে Bluetooth 5.3 রয়েছে, যা উন্নত গতির এবং শক্তিশালী কানেকশন দেয়। S21 FE এ Bluetooth 5 যা অপেক্ষাকৃত ধীর। তাছাড়া Wi-Fi 6 রয়েছে, যা দ্রুত ও উন্নত কানেক্টিভিটি সরবরাহ করে এবং USB 3.2 Gen 1 রয়েছে, যা দ্রুত ডেটা ট্রান্সফার এবং সেরা চার্জিং ব্যবস্থা সাপোর্ট করে।
Samsung Galaxy S23 FEএকটি ফিজিক্যাল সিম ও একটি ই- সিম বা দুইটি ফিজিক্যাল সিম ব্যবহারের ডুয়েল সিম সুবিধা রয়েছে। এর রয়েছে 5G ইন্টারনেট এবং সারা বিশ্বের অধিকাংশ ব্যান্ড উইথ সাপোর্ট করে যা দ্রুতগতির ইন্টারনেট, ডাউনলোড ও আপ্লোড নিশ্চিত করে। তাছাড়া এর NFC এর মাধ্যমে কানেক্টলেস পেমেন্ট যেমন samsung pay দ্রুততার সাথে করা যায়। GPS, A-GPS, GLONASS, Galileo, এবং BDS এর সংযোগ নির্দিষ্ট লোকেশন নির্ভুল ভাবে চিহ্নিত করতে সক্ষম।
অডিও ভিডিও
Samsung Galaxy S23 FE এ শব্দের ভারসাম্য খুব সুন্দর, এবং এটি খুবই ইতিবাচক মাল্টিমিডিয়া অভিজ্ঞতা দেয়। S23 FE এর স্পিকার S21 FE এর তুলনায় অনেক উন্নত। মূলত এতে একটি হাইব্রিড স্টেরিও সেটআপ রয়েছে, যেখানে সামনের ইয়ারপিস স্পিকার হিসেবে কাজ করে, আর নিচের দিকে থাকা প্রধান স্পিকারটি আরও শক্তিশালী এবং বেসি সাউন্ড দেয়। এতও S21 FE এর মতো কোন অডিও জ্যাক নেই, যা হতাশাজনক।
S23 FE এর 6.4 ইঞ্চি ডায়নামিক AMOLED 2X ডিসপ্লে HDR10+ সার্টিফিকেশন এবং 1450 নিট পর্যন্ত উজ্জ্বলতা সমর্থন করে যা ভিডিওর উজ্জ্বল রঙ এবং কন্ট্রাস্ট এর ভারসাম্য রাখে। যাতে ডিসপ্লে তে ভিডিও ভিজুয়ালাইজেশন দারুন এবং জীবন্ত লাগে। 120HZ রিফ্রেশ রেট থাকায় ভিডিও প্লেব্যাক স্মুথ ও দ্রুত হয়। এই ডিভাইসটি 8K 24fps এবং 4K 60fps ক্যাপাসিটিতে ভিডিও ক্যাপচার এবং প্লে করতে সক্ষম যা খুবই দুর্দান্ত।
সিকিউরিটি
Samsung Galaxy S23 FE এর নিরাপত্তা ব্যবস্থা সর্বোচ্চ শক্তিশালী। যার কারণের ব্যবহারকারীর সকল গুরুত্বপূর্ন ডেটা নিরাপদ থাকে। Galaxy S21 EF এর চেয়ে Galaxy S23 FE স্মার্টফোনে নিরাপত্তা বা সিকিউরিটি ব্যবস্থা আপগ্রেড হয়েছে।
এই স্মার্টফোনে সংযোজিত নতুন ফিচারটি হচ্ছে মেসেজ গার্ড সিস্টেম। যার দ্বারা জিরো- ক্লিক এটাক থেকে সুরক্ষা পাওয়া যায়। এই সিস্টেম সন্দেহ যুক্ত ছবি কে আলাদা / ব্লক করে রাখে যেন ক্ষতিকর ভাইরাস ছড়িয়ে না পড়ে। এটা ডিভাইসে ডিফল্টভাবে থাকে, যেন আলাদা সেট করা না লাগে। তাছাড়া এই ডিভাইসে Samsung Knox সিকিউরিটি সিস্টেম যা S21 FE থেকে উন্নত। এই সিকিউরিটি সিস্টেম সাইবার আক্রমণ থেকে ফোনকে রক্ষা করে। ফলে এই স্মার্টফোনের হার্ডয়্যার ও সফটওয়্যার থাকে নিরাপদ।
ব্যাটারি এবং চার্জিং
Samsung Galaxy S23 FE এর ব্যাটারি কনফিগারেশন, চার্জিং এবং ব্যাটারি লাইফ দৈনন্দিন জীবনে নির্ভরযোগ্য এবং উন্নত স্মার্টফোনের প্রমাণ। এর ব্যাটারি নন-রিমুভেবল ব্যাটারি 4500 mAh Li-Ion এর যা S21 FE এর সমান। তবে S23 FE তে প্রোটেক্ট ব্যাটারি ফিচার রয়েছে, যা ব্যাটারির আয়ু বাড়াতে সাহায্য করে। তাছাড়া চিপসেটের কার্যকারিতার জন্য S21 FE এর তুলনায় S23 FE এর ব্যাটারি কম শক্তি খরচ করে। যার কারণে S23 FE এর ব্যাটারি লাইফ বেশি হয়।
S23 FE তে রয়েছে 25W পর্যন্ত তারযুক্ত ফাস্ট চার্জিং এবং 15W পর্যন্ত ওয়্যারলেস ফাস্ট চার্জিং ব্যবস্থা। এটি রিভার্স ওয়্যারলেস চার্জিংও সমর্থন করে, যা অন্যান্য ডিভাইস চার্জ করার জন্য ব্যবহার করা যায়।
এটির সাহায্যে, গড়ে 72 ঘন্টা স্ট্যান্ডবাই টাইম এবং 10 ঘন্টা নেট ব্রাউজিং পাওয়া যায়। সম্পূর্ণ চার্জে, প্রায় 30 ঘন্টা পর্যন্ত কথা বলা যেতে পারে। 25W ফাস্ট চার্জিং সহ ফোনটি সম্পূর্ণ চার্জ হতে প্রায় 1:05 ঘন্টা সময় নেয়। পাওয়ার সেভিং বা ডার্ক মুড করে ব্যাটারির সাশ্রয় করা যায়। এটা হিট হয় খুব কম, যা সহণীয়। তবে চার্জিং করার সময় ফাস্ট চার্জিং ব্যবস্থাপনার জন্য সামান্য হিট হয়।
প্রাইসিং
বাংলাদেশে Samsung Galaxy S23 FE এর সর্বশেষ দাম 48,500 থেকে 68,000 টাকা। এর মূল্য স্টোরেজ ও CPU ভেরিয়েন্ট উপর নির্ভর করে পরিবর্তিত হতে পারে। তাছাড়া বিভিন্ন ই-কমার্স সাইট এবং অফার অনুযায়ী ভিন্ন হতে পারে।
যেহেতু এই স্মার্ট ফোনের মূল্য বাড়ে/কমে ,সুতরাং ক্রয় করার আগে বিশস্ত ওয়েবসাইটে এর ফিচার ও মূল্য তালিকা দেখে নেওয়া উচিত।
রেকমেন্ডেশন
Samsung Galaxy S23 FE একটি বাজেট বান্ধব মোবাইল ফোন। যা কম বাজেটে বেশি প্রিমিয়াম ফিচার অফার করে।
দামের তুলনায় যদি Samsung Galaxy S23 FE এর কোয়ালিটি যাচাই করা হয় তাহলে অবশ্যই সেটা একটি সেরাদের সেরা মোবাইল ফোন। মার্কেটে প্রতিযোগীতার জন্য এই ফোনকে ১ নাম্বার সারিতে রাখা যায়।
এর নতুন ফিচার, RAM এবং Exynos 2200 (4 nm)- ইন্টারন্যাশনাল, Qualcomm SM8450 Snapdragon 8 Gen 1 (4 nm) – USA চিপসেট এর ভালো প্রসেসর যা ফোনকে গ্রাহকের কাছে গুরুত্বপূর্ন করে তুলার যোগ্যতা রাখে। ফোন টা বেশ ভারী হওয়ায় অনেক টাই টেকসই মনে হবে, যারা একটু টেকসই মোবাইল পছন্দ করেন তাদের কাছে এটা বেশ ভালো লাগবে। তাছাড়া এর রঙ গুলো বেশ আকর্ষণীয়, বিশেষ করে বেগুনি রঙ সূর্যের আলোতে দারূন আকর্ষণীয় লাগে। এটি উন্নত প্রসেসর ও গ্রাফিক্স ব্যবস্থার জন্য গেমারদের কাছে প্রশংসনীয়। তাছাড়া চার্জের একটি বড় ব্যাক আপ রয়েছে, যা অধিকাংশ মোবাইল প্রেমীদের আগ্রহের প্রধান কারণ।
এটি ইমেজ এবং ভিডিও ক্ষমতা ভাল হতে হয়, অতএব এই সমস্ত কারণ বিচার করে বলা ই যায় এটা বাজেটের তুলনায় অনেক ভালো। অনেক ফটোগ্রাফার ও গেমার Galaxy S23FE কে 4.0 স্টার রেটিং দিয়েছেন, যা তার দামের তুলনায় কোয়ালিটি ভালো এই বিষয় কে বিশেষভাবে মূল্যায়িত করে।
Leave a Reply